সাবেক সচিব শহীদ খান কারাগারে
সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সাবেক সিনিয়র সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) তৌফিক হাসান আসামিকে আদালতে হাজির কারাগারে আটক রাখার আবেদন করেন।
আবেদনে বলা হয়, আসামি আবু আলম মোহাম্মদ শহীদ খান মামলার ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি ঘটনার সঙ্গে জড়িত। মামলাটি তদন্তাধীন। তাই মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এবং আসামির নাম-ঠিকানা যাচাই না হওয়ায় পর্যন্ত তাকে জেল আটক রাখা একান্ত প্রয়োজন। প্রকাশ থাকে যে, মামলার তদন্তের স্বার্থে পরে ব্যাপক ও নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য আসামিকে পুলিশ রিমান্ডের জন্য আবেদন করা হবে।
আরও পড়ুন:
ভারত সফরে গেলেন প্রধান বিচারপতি
শহীদ খানের আইনজীবী ওবায়দুল ইসলাম জানান,‘আমরা ওকালতনামায় স্বাক্ষর নিয়েছি। তবে আমরা জামিন শুনানি করতে পারেনি। পরে জামিন আবেদন করব।’
এর আগে গতকাল রাজধানী থেকে শহীদ খানকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গত ২৮ অগাস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটির একটি প্রোগ্রাম থেকে লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান (কার্জন), সাংবাদিক পান্নাসহ ১৬ জনকে আটক করা হয়। পরদিন শাহবাগ থানার সন্ত্রাস বিরোধ আইনের গ্রেপ্তার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হয়।