জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট করেননি অমর্ত্য রায়

জাবি প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪৩
শেয়ার :
জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট করেননি অমর্ত্য রায়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন স্থগিত চেয়ে কোনো রিট করেননি অমর্ত্য রায় জন- এমন দাবি করেছেন ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেল।আজ সোমবার দুপুর ১২টার দিকে প্যানেলটির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন দাবি করা হয়।

পোস্টে বলা হয়, ‘জাকসু নির্বাচন স্থগিতের রিট করেনি অমর্ত্য রায় জন। এ ছাড়া চ্যানেল ২৪ এর দাবিকৃত বক্তব্য সম্পূর্ণ মিথ্যা এবং সম্প্রীতির ঐক্য প্যানেলের ভিপি পদপ্রার্থী অমর্ত্য রায়ের বিরুদ্ধে চলমান অন্যায্যতা ও ষড়যন্তমূলক আচরণেরই বহিঃপ্রকাশ মনে করছি আমরা।’

আরও বলা হয়, ‘গতকাল বিশ্ববিদ্যালয়কে প্রার্থিতা ফেরত চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছিলেন অমর্ত্য রায় জন। যার ফলস্বরূপ আজ প্রার্থিতা ফেরত চেয়ে তিনি রিট করতে পারেন। কিন্তু জাকসু স্থগিত চেয়ে রিট বলে অমর্ত্য রায় জনের নামে যে মিথ্যা প্রোপাগাণ্ডা চালানো হচ্ছে, আমরা তার নিন্দা প্রকাশ করছি। এবং সংবাদমাধ্যমকর্মীদের দায়িত্বের এরূপ চূড়ান্ত অবহেলার প্রতি দৃষ্টিপাত করছি।’

একই সঙ্গে উল্লেখিত সংবাদমাধ্যমকে দ্রুতই তাদের ভুল শোধরানোর জন্য বলা হচ্ছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবেন বলেও পোস্টে জানিয়েছে ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেল।