কুয়েতে বাংলাদেশি যুবকের আত্মহত্যা
কুয়েতে মোহাম্মদ তাজরুল মোল্লা (৩৮) নামের এক বাংলাদেশি প্রবাসী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে দেশটির মাহবুলা অঞ্চলে বাসার সিঁডির রেলিংয়ের সঙ্গে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।
নিহত তাজরুল মোল্লা নড়াইল জেলার লোহাগড়া উপজেলার বাসিন্দা। প্রায় চার বছর ধরে তিনি কুয়েতের ইউনাইটেড ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কোম্পানিতে ক্লিনার হিসেবে কাজ করেন।
ঘটনার খবর পেয়ে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং নিহতের মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক নিহতের তাজরুল মোল্লার সহকর্মী জানান, কয়েকদিন ধরে তাকে মানসিকভাবে অস্বাভাবিক দেখা যাচ্ছে। দেশে ঋণের ছাপ ও পারিবারিক অশান্তির কারণের আত্মহত্যা করতে পারে।
কুয়েতে বাংলাদেশে দূতাবাস তার আত্মহত্যার খবর নিশ্চিত করেন। তবে কি কারণে আত্মহত্যা করেছে তার কারণ জানা যায়নি। স্থানীয় প্রশাসন তদন্তের শেষে জানা যাবে বলে জানান এক কর্মকর্তা।
আরও পড়ুন:
অরিত্রীর আত্মহত্যা মামলার রায় ২১ জানুয়ারি
আরও পড়ুন:
২৪ দিনে রেমিট্যান্স এল ১৪৯ কোটি ডলার