ডাকসুর ভিপি প্রার্থী জালালের জামিন আবারও নামঞ্জুর
রুমমেটকে হত্যাচেষ্টার মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদ ওরফে জ্বালাময়ী জালালের জামিনের আবেদন দ্বিতীয় বার নামঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট সেফাতুল্লাহ শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করেন।
জালালের পক্ষে আইনজীবী রফিকুল ইসলাম (হিমেল) জামিন শুনানি করেন। এর আগে গত বুধবার জামিন আবেদন নাকচ করে জালালকে কারাগারে পাঠানো হয়।
মামলার বিবরণী থেকে জানা গেছে, জালাল আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ সেশনের ছাত্র। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ সেশনের ছাত্র মো. রবিউল হক মিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর রুমে থেকে লেখাপড়া করতেন। জালাল আহমদ সিনিয়র ছাত্র হওয়ায় বিভিন্ন সময়ে মো. রবিউল হককে হলের রুমের ভেতর নানাভাবে তাকে মারধর করত এবং বিভিন্ন ধরনের হুমকি দিতেন। গত ২৬ আগস্ট রাত ১২টার দিকে রবিউল হক রুমে গিয়ে ঘুমিয়ে পড়েন। পরে সাড়ে ১২টার দিকে জালাল আহমদ রুমের ভেতরে প্রবেশ করে বৈদ্যুতিক লাইট জ্বালায় এবং চেয়ার টানাটানি করে বিকট শব্দ করতে শুরু করেন। যার ফলে রবিউলের ঘুম ভেঙ্গে যায়।
এ সময় রবিউল বলেন, ‘ভাই সকালে আমি লাইব্রেরিতে যাব। আপনি একটু আস্তে শব্দ করেন।’ এতে আসামি জালাল আহমদ ক্ষিপ্ত হয়ে রবিউলের সঙ্গে তর্কবিতর্ক শুরু করে। তর্কবিতর্কের একপর্যায়ে জালাল আহমেদ রবিউলকে হত্যার উদ্দেশে কাঠের চেয়ার দিয়ে মাথায় আঘাত করেন। এতে তার কপালে জখম হয়।
পরে জালাল আহমেদ রুমের ভেতর থাকা পুরাতন টিউবলাইট দিয়ে রবিউলকে পুনরায় মাথা লক্ষ্য করে আঘাত করে। সে মাথা সরিয়ে নিলে লাইটের আঘাত তার বুকের বাম পাশে লেগে ভেঙ্গে যায় ও রবিউল গুরুতর জখম হয়। এ সময় রুমের অন্য ছাত্ররা রবিউলকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।