পুরুষশূন্য জোবরা গ্রাম

চবি সংবাদদাতা
০১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৮
শেয়ার :
পুরুষশূন্য জোবরা গ্রাম

জোবরা গ্রাম। ছবি: ফেসবুক থেকে নেওয়া

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের রক্তক্ষয়ী সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও জোবরা গ্রামে থমথম অবস্থা বিরাজ করছে। যৌথবাহিনীর অভিযান পরিচালনার ফলে জোবরা গ্রাম পুরুষশূন্য অবস্থায় রয়েছে। 

গতকাল রবিবার বিকেল ৪টার দিকে জোবরা গ্রামে অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। এর আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলকায় ১৪৪ ধারা জারি করা হয়। 

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের শনাক্ত ও আটকে অভিযানে নেমেছে যৌথবাহিনী। বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় আজ রাত ১২টা পর্যন্ত জারি রয়েছে ১৪৪ ধারা। এই অবস্থার পরিপ্রেক্ষিতে জোবরা গ্রামের মানুষের মধ্যে ও আতঙ্ক বিরাজ করছে। গা ডাকা দিয়েছে অনেকেই। 

আরও পড়ুন:  থমথমে চবি ক্যাম্পাস

অভিযান সম্পর্কে জানতে চাইলে যৌথবাহিনীর দায়িত্বরত পেট্রল কমান্ডার (নাম প্রকাশ না করার শর্তে) আমাদের সময়কে বলেন, ‘ক্যাম্পাসে ১৪৪ ধারা জারির পর আমরা যৌথভাবে কাজ করছি। সব জায়গায় টহল দিচ্ছি। জোবরা গ্রামেও অভিযান পরিচালনা করা হয়েছে। সবকিছুর আপডেট পরে জানানো হবে।’