বাকৃবি প্রক্টর কার্যালয় ও ছাত্র বিষয়ক বিভাগে ব্যাপক ভাঙচুর

বাকৃবি প্রতিনিধি
৩১ আগস্ট ২০২৫, ২৩:৪৯
শেয়ার :
বাকৃবি প্রক্টর কার্যালয় ও ছাত্র বিষয়ক বিভাগে ব্যাপক ভাঙচুর

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কম্বাইন্ড (বি.এসসি ভেট ও অ্যানিম্যাল সায়েন্স) ডিগ্রির দাবিতে নিরস্ত্র সাধারণ শিক্ষার্থীদের ওপর বহিরাগত ছাত্রদলের হামলা হয়েছে। এই ঘটনায় শিক্ষার্থী ও সাংবাদিকসহ প্রায় ১০ জন আহত হন। এরপর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রক্টর কার্যালয় ও ছাত্র বিষয়ক বিভাগের ভবনে ব্যাপক ভাঙচুর চালায়।

আজ রবিবার রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। এছাড়া শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের গেটে ভাঙচুর ও ঢিল ছোড়ে।

সরেজমিন ভাঙচুরের স্থান পরিদর্শন করে দেখা যায়, প্রক্টর কার্যালয় ও ছাত্র বিষয়ক বিভাগের প্রতিটি জানালার কাঁচ ভেঙ্গে ফেলা হয়েছে।

এছাড়া শিক্ষকদের নেমপ্লেট মেঝেতে ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। উপাচার্যের বাসভবনের গেট ও গেট-সংলগ্ন ভবনের কাঁচ ভাঙা অবস্থায় দেখা যায়।

এই ঘটনায় ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের “এক দুই তিন চার, ভিসি তুই গদি ছাড়” স্লোগান দিতেও দেখা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক আন্দোলনকারী শিক্ষার্থী জানান, শিক্ষকদের মধ্যে রাজনীতি থাকার কারণেই আজকে এই নিন্দনীয় ঘটনা ঘটেছে। তারা বাইরে থেকে বহিরাগতদের এনে আমাদের ওপর হামলা করেছে। এর আগে দুই অনুষদের শিক্ষার্থীরা সারারাত রাস্তায় ঘুমিয়েছে। অথচ উপাচার্য বাসভবনে আরামে ছিলেন। গত বছর আগস্টে ১১ দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি নিষিদ্ধ করা হয়।

উল্লেখ্য, আজ রবিবার কম্বাইন্ড ডিগ্রি বাস্তবায়নে আয়োজিত একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত ফলপ্রসূ না হওয়ায় সভায় উপস্থিত উপাচার্যসহ সব শিক্ষককে অবরুদ্ধ করে তালা ঝুলিয়ে দেয় বাকৃবির পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা। এ ঘটনায় ২২৭ জন শিক্ষককে ৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ করে রাখা হয়।