চবিতে ফের সংঘর্ষ /
প্রো-ভিসিসহ আহত শতাধিক শিক্ষার্থী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের ফের সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। এ সময় পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গিয়ে আহত হন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক কামাল উদ্দিন।
আজ রবিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের দুই নং গেট এলাকায় এ সংঘর্ষ ঘটে। আহত শিক্ষার্থীদের একে একে চট্টগ্রাম মেডিকেল কলেজে স্থানান্তর করা হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে প্রায় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়ার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেলে নিয়ে আসা হয়। মেডিকেল সেন্টারে জায়গা সংকুলান না হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের চারটি বাসে করে আহতদের নিয়ে যেতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল শনিবারের সংঘর্ষের জেরে স্থানীয়রা সকালে ২নং গেটে অবস্থানরত শিক্ষার্থীদের বাসার সামনে দেশীয় অস্ত্র হাতে মহড়া দিতে শুরু করে। এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক গ্রুপে প্রচার হলে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীরা দুই নং গেটের দিকে জড়ো হন।
এ সময় স্থানীয়রা শিক্ষার্থীদের দিকে উদ্দেশ্য করে ইট-পাটকেল মারতে শুরু করে। এতে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গিয়ে উপ-উপাচার্য অধ্যাপক কামাল উদ্দিন ও সহকারী প্রক্টর আহত হন।
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!
প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের সঙ্গে গতকাল শনিবার স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এদিন দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের দুই সহকারী প্রক্টরসহ ৬০ শিক্ষার্থী আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির যানবাহন।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় দারোয়ান কর্তৃক এক ছাত্রীর গায়ে হাত তোলাকে কেন্দ্র করে এ সংঘর্ষ শুরু হয় এবং রাত ৩টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। এ ঘটনায় আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা স্থগিত করেছে প্রশাসন।