ঈদে মিলাদুন্নবীতে সরকারি ছুটি পাবেন না যারা
আগামী ৬ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। এদিন সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। তবে কিছু পেশার মানুষ এই ছুটির আওতামুক্ত থাকবেন অর্থাৎ তারা ছুটি পাবেন না।
গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, চলতি বছর ২৬ আগস্ট থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হয়েছে। সেই হিসাবে আগামী ৬ সেপ্টেম্বর (শনিবার) ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে। এ কারণে সেদিন ছুটি পুনর্র্নিধারণ করা হয়েছে।
আরও পড়ুন:
কোন সময় দোয়া করলে বেশি কবুল হয়?
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, দিনটিতে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।
ছুটি পাবেন না যারা
আরও পড়ুন:
হজ নিবন্ধনের সময় বাড়ল ২১ দিন
জরুরি পরিষেবার আওতায় থাকা বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবা, হাসপাতাল, চিকিৎসাসেবা, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনসহ সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা এ ছুটির বাইরে থাকবেন। এ ছাড়া জরুরি দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও এ ছুটি প্রযোজ্য হবে না।