জাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ২৫ পদের বিপরীতে লড়বেন ১৭৯ জন প্রার্থী। আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় জাকসুর ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।
তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, সহ-সভাপতি (ভিপি) পদে চূড়ান্ত প্রার্থী ১০জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯জন, নারী যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে ৬জন, পুরুষ যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে ১০ জন।
জাকসুর সহ-সভাপতি (ভিপি) পদে লড়ছেন, আরিফ উল্লাহ, শেখ সাদী হাসান, সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী রাব্বি হোসেন, আরিফুজ্জামান, আব্দুর রশিদ, সোহানুর রহমান, অমর্ত্য রায় জন, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী রাব্বি হোসেন, আব্দুল মান্নান, মাহফুজুল ইসলাম।
সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়ছেন, আবু রায়হান কবির রাসেল, মাজহারুল ইসলাম, সৈয়দা অনন্যা ফারিয়া, তানজিলা হোসাইন বৈশাখী, মোঃ শাকিল আলী, জাহিদুল ইসলাম, আবু তৌহিদ মো. সিয়াম ও মো. তানবীর হোসেন।
নারী যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে লড়ছেন, আয়েশা সিদ্দিকা, আঞ্জুমান আরা ইকরা, লামিয়া রহমান তৈশী, ফারিয়া জামান, মালিহা নামলাহ্ ও সোহাগী সামিয়া জান্নাতুল ফেরদৌস।
পুরুষ যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে লড়ছেন, রাকিবুল হক, ফেরদৌস আল হাসান, সজিব আহম্মদ, আল ইমরান, জিয়া উদ্দিন, সাজ্জাদউল ইসলাম, কাউসার আলম আরমান, নাজমুল ইসলাম, নূর এ তামীম স্রোত ও তৌহিদুল ইসলাম ভূঁঞা।
এছাড়াও শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ৯জন, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক ৬ জন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ৮ জন, সাংস্কৃতিক সম্পাদক ৮ জন, সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে ৮ জন, নাট্য সম্পাদক পদে ৫ জন, ক্রীড়া সম্পাদক পদে ৩ জন, নারী সহ-ক্রীড়া সম্পাদক পদে ৬ জন, পুরুষ সহ-ক্রীড়া সম্পাদক পদে ৬ জন, তথ্য ও প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক পদে ৭ জন, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক ৮ জন, নারী সহ সমাজসেবা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক পদে ৭ জন, পুরুষ সমাজসেবা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক পদে ৭ জন, , স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক ৭ জন, পরিবহণ ও যোগাযোগ সম্পাদক পদে ৭ জন, নারী কার্যকরী সদস্য পদে ১৬ জন এবং পুরুষ কার্যকরী সম্পাদক পদে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
উল্লেখ্য, আজ বিকেল ৪টায় নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। এটি আগামী ৯ সেপ্টেম্বর রাত ৯টা পর্যন্ত চলবে। এ সময়ের আগে ও পরে প্রচারণা চালালে তা আচরণবিধি লঙ্ঘণ বলে গণ্য হবে।
আরও পড়ুন:
গণভবনে ডাক পেলেন আ. লীগের মনোনয়নপ্রত্যাশীরা