আগারগাঁও ‘ব্লকেড’ শেকৃবি শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক
২৮ আগস্ট ২০২৫, ১৩:০১
শেয়ার :
আগারগাঁও ‘ব্লকেড’ শেকৃবি শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধ

কৃষিবিদদের তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগারগাঁও ‘ব্লকেড’ করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। এতে ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।ফলে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে কৃষিবিদ ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি শুরু হয়। 

এদিন শিক্ষার্থীরা আগে বিভিন্ন স্লোগান দিয়ে আগারগাঁও সিগন্যাল এলাকায় অবস্থান নেন। এরপর দাবি আদায়ে ‘ব্লকেড’ কর্মসূচিতে নামেন তারা।

এর আগে গত বুধবার রাতে এক আলোচনা শেষে এ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কৃষিবিদ ঐক্য পরিষদের ফেসবুক গ্রুপ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

তার আগে প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন শেকৃবির শিক্ষার্থীরা।

শেকৃবি শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো-

১. DAE, BADCসহ অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানে ১০ম গ্রেড (উপ-সহকারী কৃষি কর্মকর্তা/উপ-সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/সমমান) কৃষিবিদদের জন্য উন্মুক্ত করা।

২. নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ছাড়া ৯ম গ্রেডে (BADC-এর কোটা বাতিল) পদোন্নতির কোনো সুযোগ রাখা যাবে না।

৩. কৃষি বা কৃষি সংশ্লিষ্ট বিষয়ক স্নাতক ছাড়া কারো নামের সঙ্গে ‘কৃষিবিদ’ পদবী ব্যবহার করা যাবে না এবং এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে।