আইরিশ বাংলা অ্যাসোসিয়েশনের অফ ডোনেগালের নতুন কমিটির অভিষেক
প্রভাষক আব্দুস সহিদকে সভাপতি এবং ওয়াসিব আলী শাওনকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করেছে আইরিশ বাংলা অ্যাসোসিয়েশন অফ ডোনেগাল।
গত মঙ্গলবার আয়ারল্যান্ডের ডোনেগাল শহরের ‘লেটারকনী কমিউনিটি সেন্টারে’ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলওয়াত করেন নবনির্বাচিত সহ-সভাপতি কারী হোসাইন আহমদ।
আরও পড়ুন:
২৪ দিনে রেমিট্যান্স এল ১৪৯ কোটি ডলার
প্রসঙ্গত, ২ বছর মেয়াদের এ কমিটির মোট সদস্য সংখ্যা ৪১। পাশাপাশি উপদেষ্টা পরিষদ কিংবা কার্যনির্বাহী সদস্য সংখ্যায় রয়েছে ৫ জন।
এছাড়া কমিটির অপর সদস্যরা হলেন আব্দুল বাসিত (ধর্ম ও সাংস্কৃতিক সম্পাদক), বাবুল মিয়া (অর্থ সম্পাদক), জাকারিয়া হোসেন (সাংগঠনিক সম্পাদক), গোলাম জাকারীয় (যুগ্ম সাধারণ সম্পাদক), মামুন শাহা (সহ সভাপতি), কারী হোসাইন আহমদ (সহ সভাপতি), সেলিম উদ্দিন(সহ সভাপতি), বেলাল আহমেদ (সি. সহ সভাপতি), সাঈদ আহমেদ (উপদেষ্টা ও সংবর্ধিত অতিথি), মৌলানা তাজুল ইসলাম (প্রধান উপদেষ্টা)।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নবনির্বাচিত সাধারণ সম্পাদকের সঞ্চালনায় বক্তব্য রাখেন নির্বাহী সদস্যসহ অন্যান্যরা। পাশাপাশি সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ করেন সংগঠনটির নতুন সভাপতি প্রভাষক আব্দুস সহিদ।