কাঠগড়ায় দাঁড়িয়ে যা বললেন ভিপি প্রার্থী জালাল

অনলাইন ডেস্ক
২৭ আগস্ট ২০২৫, ১৮:১১
শেয়ার :
কাঠগড়ায় দাঁড়িয়ে যা বললেন ভিপি প্রার্থী জালাল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদ আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে দাবি করেছেন, তাকে মারতে গিয়ে রুমমেট (রবিউল হক) নিজেই আহত হয়েছেন। প্রয়োজনে মেডিকেল টেস্ট করানো হোক। আজ বুধবার রাজধানীর সিএমএম আদালতে তার রিমান্ড ও জামিন শুনানিতে তিনি এ দাবি করেন।

জালাল বলেন, ‘ওই শিক্ষার্থীর পড়াশোনা শেষ হয়ে গেছে। হল ছেড়ে চলে যাওয়ার কথা, কিন্তু যাচ্ছেন না। এ জন্য আমি হাইকোর্টে একটি রিটও করেছিলাম। তিনি আমাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করেছেন, উল্টো নিজেই আহত হয়েছেন। প্রয়োজনে মেডিকেল টেস্ট করানো হোক। তিনি হলে এখন বহিরাগত। যে কোনো শর্তে আমি জামিন চাই।’

শাহবাগ থানায় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলায় শুনানি শেষে আদালত জালালকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

এর আগে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর তার বিরুদ্ধে করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর কথা জানান।

রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি প্রার্থী জালাল আহমদ জালালের বিরুদ্ধে মামলা হয়েছে বলেও জানান তিনি।