শাবিপ্রবির ফজিলাতুন্নেছা হলের নতুন প্রভোস্ট অধ্যাপক ইসমত আরা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. ইসমত আরা।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, সমাজকর্ম বিভাগের শিক্ষক অধ্যাপক ড. সৈয়দা সুলতানা পারভীনকে বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। একই সঙ্গে লোকপ্রশাসন বিভাগের শিক্ষক ও ওই হলের সহকারী প্রভোস্ট অধ্যাপক ড. ইসমত আরাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত প্রভোস্ট হিসেবে নিয়োগ প্রদান করা হলো। দায়িত্ব পালনের জন্য তিনি বিধিমোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!
নবনিযুক্ত প্রভোস্ট অধ্যাপক ড. ইসমত আরা বলেন, ‘আমি সবমসময় চেষ্টা করব আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে। একই সঙ্গে হলের শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি করে তাদের পড়াশোনার জন্য একটি উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে চাই। এতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, সহকারী প্রভোস্টবৃন্দ এবং শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করছি।’