হাবিবুরসহ ৪ জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

অনলাইন ডেস্ক
২৫ আগস্ট ২০২৫, ১২:৫৫
শেয়ার :
হাবিবুরসহ ৪ জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলির ঘটনায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ চার পুলিশ সদস্যকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

আজ সোমবার সকালে পরোয়ানা ফেরতের প্রতিবেদন পাওয়ার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

এদিকে জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সোমবার ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ চলছে।

ইতোমধ্যে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক খায়ের আহমেদ চৌধুরী। এ সময় তিনি জুলাই আন্দোলনে চক্ষু বিজ্ঞানে চোখ হারানোদের চিকিৎসার বিষয় তুলে ধরেন। সোমবার সকালে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

আলোচিত এ মামলায় অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ উপলক্ষে এদিন সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ পরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে।

অন্যদিকে জুলাই আন্দোলনের সময় ফার্মগেটে শহিদ নাফিজসহ ৩ জনকে হত্যা মামলায় শচীন মল্লিক নামে একজন গ্রেপ্তার করা হয়েছে। আগামী বৃহস্পতিবার তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।