উদ্ভাবন ও গবেষণার মাধ্যমে তরুণদের ক্ষমতায়নে আইজিসি ফাউন্ডেশনের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
২৫ আগস্ট ২০২৫, ১২:৫৩
শেয়ার :
উদ্ভাবন ও গবেষণার মাধ্যমে তরুণদের ক্ষমতায়নে আইজিসি ফাউন্ডেশনের উদ্বোধন

উদ্ভাবন ও গবেষণার মাধ্যমে তরুণদের ক্ষমতায়নে কাজ করবে এমন একটি থিংক ট্যাঙ্ক আইজিসি ফাউন্ডেশনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে ঢাকায়। গতকাল রবিবার বিকেলে গুলশানের একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহমুদুর রহমান উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে জানানো হয়, ফাউন্ডেশনটি উদ্ভাবন, প্রয়োজন ভিত্তিক সমাধান, মেধা ও অধ্যবসায়ের শক্তিকে কাজে লাগিয়ে তরুণদের ক্ষমতায়ন এবং টেকসই পথ নির্মানের লক্ষ্য নিয়েছে। বাংলাদেশের জন্য বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় আগামী প্রজন্মকে কার্যকর পরিবর্তন সৃষ্টির জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতায় সজ্জিত করাই ফাউন্ডেশনের লক্ষ্য। 

অনুষ্ঠানে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শামা ওবায়েদ ‘তরুণদের রূপান্তর’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. আবদুল হান্নান চৌধুরী, সাংবাদিক আশরাফ কায়সার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান।

এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আমানুল্লাহ এম.এস.এ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. সুকুমার বড়ুয়া এবং যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নরওয়ে, যুক্তরাজ্য, নেপাল ও ভারতের কূটনৈতিক প্রতিনিধিসহ বেশ কিছু স্থানীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধি অনুষ্ঠানে যোগ দেন।

ফাউন্ডেশনের প্রধান পরিচালন কর্মকর্তা এস. এম. আসিফ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।