জাকসু নির্বাচনে শিবিরের প্যানেল ঘোষণা

জাবি প্রতিনিধি
২১ আগস্ট ২০২৫, ২১:৪৪
শেয়ার :
জাকসু নির্বাচনে শিবিরের প্যানেল ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন সংগঠনের ও স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা। জমাদান শেষে ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ নামে প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির জাবি শাখা।

আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি মহিবুর রহমান এ প্যানেল ঘোষণা করেন।

এ সময় তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাদের সমন্বয়ে প্যানেলটি গঠিত হয়েছে।’

শিবিরের প্যানেলে ২৫ প্রার্থীর মধ্যে ছয়জন ছাত্রী অংশ নিচ্ছেন। সমন্বিত শিক্ষার্থী জোট থেকে সহসভাপতি (ভিপি) পদে শাখা শিবিরের সদস্য ও ফার্মেসি বিভাগের ছাত্র আরিফুল্লাহ আদিব, সাধারণ সম্পাদক (জিএস) পদে শাখা শিবিরের অফিস ও প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম, ছাত্র যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে শাখা শিবিরের সদস্য ফেরদৌস আল হাসান এবং ছাত্রী যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে দর্শন বিভাগের ছাত্রী আয়েশা সিদ্দিকা মেঘলা প্রতিদ্বন্দ্বিতা করবেন।

প্যানেল থেকে শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ফার্মেসী বিভাগের ছাত্র আবু উবায়দা উসামা, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণবিষয়ক সম্পাদক পদে শাখা ছাত্রশিবিরের প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক সাফায়েত মীর, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ইংরেজি বিভাগের ছাত্র জাহিদুল ইসলাম বাপ্পি, সাংস্কৃতিক সম্পাদক পদে বিপ্লবী সাংস্কৃতিক মঞ্চের সংগঠক আলি জাকি শাহরিয়ার, সহসাংস্কৃতিক সম্পাদক পদে শাখা শিবিরের মানবাধিকার সম্পাদক রায়হান উদ্দিন, নাট্য সম্পাদক পদে নাটক ও নাটতত্ত্ব বিভাগের শিক্ষার্থী রুহুল ইসলাম, ক্রীড়া সম্পাদক পদে শাখা শিবিরের সদস্য শফিউজ্জামান শাহীন, সহক্রীড়া সম্পাদক (ছেলে) পদে শাখা শিবিরের সাহিত্য, প্রকাশনা ও ক্রীড়া সম্পাদক মাহাদী হাসান, সহক্রীড়া সম্পাদক (মেয়ে) গণিত বিভাগের ছাত্রী ফারহানা লুবনা, তথ্যপ্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক পদে ফার্মেসী বিভাগের শিক্ষার্থী রাশেদুল ইসলাম লিখন, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক পদে শাখা শিবিরের গবেষণা সম্পাদক হাফেজ আরিফুল ইসলাম, সহসমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক (ছেলে) পদে শাখা শিবিরের ছাত্রকল্যাণ সম্পাদক তৌহিদ হাসান, সহসমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক (মেয়ে) পদে ফার্মেসি বিভাগের ছাত্রী নিগার সুলতানা, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তাবিষয়ক সম্পাদক পদে প্রাণিবিদ্যা বিভাগের ছাত্র হোসনে মোবারক এবং পরিবহণ ও যোগাযোগ সম্পাদক পদে পরিবেশ বিজ্ঞান বিভাগের ছাত্র তানভীর হোসেন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

প্যানেল ঘোষণা শেষে ভিপি পদপ্রার্থী আরিফুল্লাহ আদিব বলেন, ‘আমরা দলীয় ব্যক্তিদের বাইরেও প্রার্থী দেওয়ার চেষ্টা করেছি, যাতে শিক্ষার্থীরা প্যানেলটি নিজের মনে করে। আমরা বিজয়ী হলে ২৪-এর স্পিরিটকে ধারণ করে দলমত নির্বিশেষে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই।’

এ ছাড়া অন্য সংগঠনগুলো এখনো প্যানেল প্রকাশ করেনি। তফসিল অনুযায়ী জানা যায়, মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ২৮ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে। যাচাই-বাছাই শেষে আগামী ২৯ আগস্ট বিকেল ৪টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’ নামে প্যানেল ঘোষণা করেছে বাগছাস। তবে প্রার্থীদের নাম এখনো জানায়নি সংগঠনটি।

প্যানেলের বিষয়ে জানতে চাইলে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের (একাংশ) সভাপতি জাহিদুল ইসলাম ইমন বলেন, ‘এখনো সিদ্ধান্ত নেইনি। পরে জানাব।’

অপরদিকে গণতান্ত্রিক ছাত্রসংসদ জাবি শাখার সংগঠক সোহাগী সামিয়া বলেন, ‘আমরা কয়েকজন শিক্ষার্থীর সমন্বয়ে নির্বাচন করব। পরবর্তীতে সব জানানো হবে।’