ধর্ষণ মামলায় বাদীর অভিযোগ মিথ্যা ও অসত্য: রাষ্ট্রপক্ষ
ধর্ষণ মামলার বাদীকে আসামির সঙ্গে আপোষে বাধ্য করা বা অপমানজনক কথা বলার অভিযোগ ভিত্তিহীন বলে প্রতিবাদ জানিয়েছেন রাষ্ট্রপক্ষ। আজ বুধবার ঢাকার ৮ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ শরীফ উদ্দিন মামুন এ প্রতিবাদ জানান।
তিনি বলেন, মাহমুদুল হাসানের বিরুদ্ধে বাদী ধর্ষণ মামলা করেছিলেন। মামলাটি প্রথমে পিবিআই তদন্ত করে অভিযোগের সত্যতা পায়নি। তবে বাদীর নারাজির পর সিআইডি তদন্ত করে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে প্রতিবেদন দাখিল করে। এরপর আদালত অভিযোগ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। গত ১৪ জুলাই আসামি আত্মসমর্পণ করলে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। কিন্তু উভয়পক্ষের শুনানি শেষে বিচারক অন্তর্বর্তীকালীন জামিন দেন।
প্রসিকিউটর শরীফ উদ্দিন মামুন বলেন,‘শুনানিকালে বাদীকে কোনো পক্ষ অপমানজনক কথা বলেনি, বিচারকও এমন কিছু বলেননি। আসামিপক্ষ আপোষের প্রস্তাব তুললেও আদালত বা রাষ্ট্রপক্ষ তাকে কোনো চাপ দেয়নি। আসামিকে জামিন দেওয়া বা না দেওয়া ট্রাইব্যুনালের এখতিয়ার। বিচারক আসামিকে জামিন দিলে বাদী ক্ষুব্ধ হয়ে ভিত্তিহীন অভিযোগ তুলেছেন, যা বিচারক, বিচার বিভাগ এবং রাষ্ট্রপক্ষের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে করা হয়েছে।
আরও পড়ুন:
ভারত সফরে গেলেন প্রধান বিচারপতি
উল্লেখ্য, মাহমুদুল হাসানের বিরুদ্ধে ওই নারী ২০২৪ সালের ১ এপ্রিল মামলা করেন। মামলায় অভিযোগ করেন ২০২৩ সালের ২৩ অগাস্ট ঢাকা জজ কোর্টে ২৫ লাখ টাকা দেন মোহরে কোর্ট ম্যারেজ করেন। এরপর থেকে শাহবাগ থানাধীন শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মরণী (বিজয় নগর) ফারস হোটেল অ্যান্ড রিসোর্টে নিয়ে ২৩ অগাস্ট, ১০ অক্টোবর, ১৪ ও ১৫ ডিসেম্বর, ২০২৪ সালের ৩১ জানুয়ারি, ১০ ফেব্রুয়ারি ধর্ষণ করে। তাকে নিয়ে সংসার করার কথা বললে মাহমুদুল হাসান টালবাহানা শুরু করেন। পরে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।
গত ১৪ জুলাই আসামির জামিন আবেদনের শুনানিকালে বাদীর সঙ্গে অশোভন আচরণ করা হয়েছে এমন অভিযোগ এনে গত ৪ অগাস্ট সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল কার্যালয়ে অভিযোগ করে মামলার বাদী। এরপর বাদিনী গত ১৮ আগস্ট বিভিন্ন মিডিয়ার সঙ্গে কথা বলেন। সেখানে তিনি বলেন, ‘বিচারক তাকে আসামির সঙ্গে আপোষ করতে বলেছে। তিনি হোটেলে হোটেলে নোংরামি করেছেন বলে ওপেন কোর্টে অপমান করেছেন বলে অভিযোগ করেন।’ আর রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তাকে আদালতে কথা বলতে দেননি বলেও তিনি অভিযোগ করেন।