ইবিতে অভ্যুত্থানবিরোধী ১৯ শিক্ষককে শোকজ
জুলাই-আগস্টে অভ্যুত্থানবিরোধী ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৯ শিক্ষককে শোকজ নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ সোমবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক।
নোটিশে বলা হয়, জুলাই-আগস্ট অভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে হুমকি, ভীতি প্রদর্শন, গালাগালি, মিছিলে উসকানিমূলক স্লোগান প্রদানসহ পুলিশি হয়রানি ও গ্রেপ্তারের ঘটনায় অভিযুক্ত শিক্ষকরা প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন বলে তদন্ত কমিটির প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
এমতাবস্থায় কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না-তা আগামী ১০ কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।
এ বিষয়ে অধ্যাপক ড. মনজুরুল হক জানান, তিনি ছুটিতে থাকাকালীন গত বুধবার শোকজ নোটিশ তৈরি করা হয় এবং তা গোপনীয়ভাবে সংরক্ষণ শেষে আজ বিতরণ করা হয়েছে।
শিক্ষকরা লিখিত জবাব দিলে প্রশাসন পরবর্তী সময়ে বিষয়টি খতিয়ে দেখবে বলেও জানান অধ্যাপক ড. মনজুরুল হক।
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!
উল্লেখ্য, এর আগে অভ্যুত্থানবিরোধী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের শনাক্ত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী ১৯ শিক্ষক, ১১ কর্মকর্তা-কর্মচারী এবং নিষিদ্ধ ছাত্রলীগের ৩১ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রস্তাব করা হয়েছে।