মানি লন্ডারিং বেঞ্চ বই চূড়ান্ত করতে সমাজীকে দায়িত্ব দিল মার্কিন দূতাবাস
বাংলাদেশের বিচারকদের জন্য মানি লন্ডারিং বেঞ্চ বইয়ের খসড়া চূড়ান্ত করতে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এহসানুল হক সমাজীকে দায়িত্ব দিয়েছে মার্কিন দূতাবাস।
সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্পেশাল প্রসিকিউটোরিয়াল অ্যাডভাইজর (এটর্নি জেনারেলের পদমর্যাদা) সমাজীকে এ সংক্রান্ত এক চিঠি পাঠিয়েছে মার্কিন দূতাবাস। তার মেধা, দক্ষতা ও সৃষ্টিশীলতার ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের আস্থা রয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
এতে বলা হয়, আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এবং বাংলাদেশের সুপ্রিম কোর্টের সহায়তায় যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের অফিস অফ ওভারসিস প্রসিকিউটোরিয়াল ডেভেলপমেন্ট, অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ট্রেনিং বাংলাদেশের মানি লন্ডারিং আইন সম্পর্কিত একটি খসড়া বিচারিক বেঞ্চ বই তৈরি করেছে। বইটি বাংলাদেশের বিচারকদের ব্যবহারের জন্য প্রস্তুত করা হবে, যা বিচারকদের গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে কাজ করবে। বিচার প্রসাশন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পাঠ্যক্রমেও তা অন্তর্ভুক্ত হবে।
আরও পড়ুন:
ভারত সফরে গেলেন প্রধান বিচারপতি
এর আগে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটরের (পিপি) দায়িত্বপালনকারী এ আইনজীবীকে বর্তমান সরকার গত ২৭ অগাস্ট একই আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন হয়। তবে তিনি তা নিতে অপারগতা প্রকাশ করেন।
পরবর্তী সময়ে গত বছর ১৮ ডিসেম্বের বর্তমান সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্পেশাল প্রসিকিউটোরিয়াল অ্যাডভাইজরের (এটর্নি জেনারেলের পদমর্যাদা) দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেন।
এ ছাড়া গত ২৩ জুলাই সুপ্রিম কোর্টের এ আইনজীবীকে সারাদেশের নারী ও শিশু নির্যাতন দমন ও দ্রুত বিচার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।