ভোটার তালিকায় নাম না রাখলে রাকসু’র ফি ফেরত দেওয়ার দাবি
ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত না করলে রাকসু ও হল সংসদ ফি ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) থেকে মাস্টার্স উত্তীর্ণ হওয়া এক শিক্ষার্থী।
আজ রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন তিনি।
ওই শিক্ষার্থীর নাম মো. সারোয়ার জাহান। তিনি রাবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী। সারোয়ারের মাস্টার্স পরীক্ষার ফলাফল প্রকাশিত হলেও তার মাস্টার্স প্রথম সেমিস্টারে দেওয়া ইম্প্রুভ পরীক্ষার ফলাফল এখনো প্রকাশিত হয়নি। এই কারণে তিনি নিজেকে নিয়মিত শিক্ষার্থী হিসেবে দাবি করছেন।
সংবাদ সম্মেলনে সারোয়ার জাহান বলেন, ‘আমি ২০১৬-১৭ সেশনে ভর্তি হই এবং পরের বছর রি-এড নিয়ে ২০১৭-১৮ সেশনের সাথে অনার্স ও মাস্টার্স করছি। আমি এখন অব্দি শিক্ষার্থী হওয়ার সত্ত্বেও রাকসু নির্বাচন-২০২৫ এর খসড়া ভোটার তালিকায় আমার নাম নেই। আমি মাস্টার্স ১ম সেমিস্টারের (এম.এস ১ম সেমিস্টার ২০২৩) দুটি কোর্সে ইম্পুভমেন্ট পরীক্ষা দেই এবং এখন পর্যন্ত সেটির রেজাল্ট প্রকাশ না হওয়ায় আমার রেজাল্টের ফাইনাল গেজেট প্রকাশিত হয়নি। তাই আমি এখনো রাবির শিক্ষার্থী হিসেবে বহাল তবিয়তে আছি। তাই আমার নাম ভোটার তালিকায় সংযুক্তির প্রয়োজন।‘
তিনি বলেন, ‘আর যদি যথাযথ নির্দেশনা অনুযায়ী আমি ভোটার তালিকায় সংযুক্ত হবার অধিকার হারিয়ে থাকি, তাহলে আমার রেগুলার ছাত্রত্ব থাকাকালীন সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে রাকসু নির্বাচনের আয়োজন করতে পারেনি, সেটির ব্যর্থতার দায় নিতে হবে এবং আমিসহ নির্বাচন বঞ্চিত সকল শিক্ষার্থীর রাকসু বাবদ নেওয়া ফি ফেরৎ দিতে হবে।‘
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!