কারো শরীরে পা লাগলে হাত দিয়ে সালাম করা যাবে?
মানুষের শরীরে পা লেগে গেলে হাতের স্পর্শে সালাম করা আমাদের সমাজের একটি প্রচলন মাত্র। এটি শরিয়তের কোনো বিধান নয়। অর্থাৎ এক্ষেত্রে গায়ে হাত লাগিয়ে সালাম করার কোনো বিধান ইসলামে নেই।
মূলত আমাদের সমাজে কারো শরীরে পা লাগানোকে সাধারণত অসম্মানজনক আচরণ মনে করা হয়। তাই ভুলবশত কারো শরীরে পা লাগলে ‘সরি’ বা ‘মাফ করবেন’ বলাই শ্রেয়; সালাম নয়। পাশাপাশি অনুতপ্ত হয়ে সৌজন্যস্বরূপ শরীরে হাত দিয়ে নমনীয় হওয়া নাজায়েজ নয়। কিন্তু সালাম করতে হবে না। পা লাগলেই সালাম করা কারো অভ্যাসে পরিণত হলে তা পরিহার করতে হবে।
তবে কেউ যদি সুন্নত বা শরিয়তের বিধান মনে না করে এমনিতে সম্মানার্থে এটা করে ফেলে, তাহলে সমস্যা নেই।
আরও পড়ুন:
কোন সময় দোয়া করলে বেশি কবুল হয়?
আসলে ইসলামি শরিয়তে সালাম দেওয়ার পদ্ধতি একটাই। সেটি হলো- আসসালামু আলাইকুম বলা বা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলা। আর জবাব যেন আরও উত্তমভাবে দেওয়া হয় সে কথা বলা হয়েছে কোরআন হাদিসে। (সুরা নিসা: ৮৬; আবু দাউদ: ৫১৯৫; তিরমিজি: ২৬৮৯)
শরীর ছুঁয়ে কিংবা পা ছুঁয়ে সালামের কোনো কথা কোরআন-হাদিসে নেই। বড়জোর মুসাফাহার কথা রয়েছে এবং মুসাফাহার অনেক ফজিলতের কথাও বর্ণিত হয়েছে। এক হাদিসে রাসুলুল্লাহ (স.) বলেন, ‘যখন দুজন মুসলিমের সাক্ষাৎ হয়, তারপর তারা মুসাফাহা করে, তাহলে তারা পরস্পর আলাদা হওয়ার আগেই তাদের গুনাহ মাফ করে দেয়া হয়। (মুসনাদে আহমদ: ১৮৫৪৭, ইবনে মাজাহ: ৩৭০৩, আবু দাউদ: ৫২১২, তিরমিজি: ২৭২৭)
আরও পড়ুন:
হজ নিবন্ধনের সময় বাড়ল ২১ দিন
আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজির সুন্নাহ অনুসরণের তাওফিক দান করুন। আমিন।
আরও পড়ুন:
চাঁদ দেখা কমিটির সভা কাল