শেষ হলো ২৩তম নর্থ আমেরিকান বাংলাদেশি ফেস্টিভ্যাল
ছবি: সংগৃহীত
জাঁকজমক আয়োজনের মধ্যে দিয়ে মিশিগানে শেষ হলো ২৩ তম নর্থ আমেরিকান বাংলাদেশি ফেস্টিভ্যাল
বাংলাদেশি সংস্কৃতি, ঐতিহ্য ও কৃষ্টিকে প্রবাসের মাটিতে তুলে ধরতে যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের হ্যামট্রাম্যাক সিটিতে ৩ দিনব্যাপী অনুষ্ঠিত হলো ‘২৩ তম নর্থ আমেরিকান বাংলাদেশি ফেস্টিভ্যাল’।
আরও পড়ুন:
২৪ দিনে রেমিট্যান্স এল ১৪৯ কোটি ডলার
এসএনএস হোম লোন ও বাংলা ওয়ান টিভি প্রেজেন্টস এই ফেস্টিভ্যাল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেলা কমিটির আহ্বায়ক বকুল তালুকদার, সদস্য সচিব রুম্মান আহমদ চৌধুরী, ফেস্টিভ্যালের প্রধান পৃষ্ঠপোষক এমএনএস হোম লোনের কর্ণধার ও বাংলা ওয়ান টিভির চেয়ারম্যান নাসির সবুজ, বাংলা ওয়ান টিভির ম্যানেজিং ডিরেক্টর সাহেল আহমেদসহ মেলা কমিটির নেতৃবৃন্দ ও সিটি, ষ্টেট এবং বাংলাদেশ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এবারের মেলাতে প্রধান আকর্ষণ ছিলো নগর বাউল জেমসের পরিবেশনা। শেষ দিনে হাজার হাজার দর্শকের সমাগম ঘটে হ্যামট্রাম্যাক সিটির জোসেপ ক্যাম্পো এভিনিউতে। জনপ্রিয় উপস্থাপিকা শারমিনা সিরাজ সোনিয়ার উপস্থাপনায় মেলাতে গান পরিবেশন করেন রিজিয়া পারভিন, সেলিম চৌধুরী, পারভেজ সাজ্জাদ, পৃথা দেব, মেহজাবিন মেহা, শিলা টুনু, মমো, ব্যান্ড দল ‘রিদম অব বাংলাদেশ’।
এছাড়া অংশ নিয়েছিলেন দেশ ও প্রবাসের বহু গুণী শিল্পীরা। মেলাতে ৮০টির বেশ স্টলে ছিল দেশি খাবার, পোশাক, জুয়েলারী, হস্তশিল্পসহ নানা আয়োজন। মেলার শেষ দিনে কেক ও ফিতা কেটে বাংলা ওয়ান টিভির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নগর বাউল জেমস। এই সময় উপস্থিত ছিলেন বাংলা ওয়ান টিভির চেয়ারম্যান নাসির সবুজ, ম্যানেজিং ডিরেক্টর সাহেল আহমেদসহ আমন্ত্রিত অতিথিরা। সব শেষে বেঙ্গল অটো সেলস্ এর সৌজন্যে লটারীতে বিজয়ীকে গাড়ি উপহার দেওয়া হয়।