ডাকসু নির্বাচন /

প্রথম দিনেই মনোনয়ন সংগ্রহ করলেন ৭ প্রার্থী

ঢাবি প্রতিবেদক
১২ আগস্ট ২০২৫, ২০:০৪
শেয়ার :
প্রথম দিনেই মনোনয়ন সংগ্রহ করলেন ৭ প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের প্রথম দিনেই ডাকসুর বিভিন্ন পদে প্রার্থী হতে আগ্রহী ৭ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন দৈনিক আমাদের সময়কে এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক জসীম উদ্দিন বলেন, ‘প্রথম দিনে ডাকসুর প্রার্থী হতে ৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে সহসভাপতি পদে ২ জন, আন্তর্জাতিক সম্পাদক পদে ১ জন এবং সদস্য পদে ৪ জন মনোনয়ন নিয়েছেন। তবে হল সংসদের মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দিনের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।’

তিনি আরও বলেন, ‘মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে মোট কতজন ফরম নিয়েছেন, তা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে। একইসঙ্গে কোন প্রার্থী কোন পদে নির্বাচন করবেন, তাও ঘোষণা করা হবে।’

আজ বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় চিফ রিটার্নিং কর্মকর্তার দপ্তরে গিয়ে দেখা যায়, প্রার্থীরা সরাসরি উপস্থিত হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করছেন। তবে সেখানে উল্লেখযোগ্য ভিড় ছিল না।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১২ থেকে ১৮ আগস্ট প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৯ আগস্ট বেলা ৩টা। যাচাই-বাছাই শেষে ২১ আগস্ট বেলা ১টায় চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। প্রতিটি মনোনয়নপত্রের ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এর আগে ২০১৯ সালে ডাকসু নির্বাচন হয়েছিল, যা ২৮ বছর পর নির্বাচন ছিল।