ঢাকা-কুয়েত সিঙ্গেল টিকিটের দাম বেড়েছে ৩ গুণ

প্রবাস ডেস্ক
১২ আগস্ট ২০২৫, ০৮:৪৩
শেয়ার :
ঢাকা-কুয়েত সিঙ্গেল টিকিটের দাম বেড়েছে ৩ গুণ

কুয়েত শ্রমিক চাহিদার কথা বিবেচনা করে বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে শ্রমিক নিচ্ছে। তবে, নিয়মিত প্রবাসীর পাশাপাশি নতুন ভিসায় বিদেশগামীদের যাত্রীদের কারণে ঢাকা-কুয়েত রুটে দেখা দিয়েছে ফ্লাইট সঙ্কট। এর ফলে ৩০ থেকে ৪০ হাজার টাকার সিঙ্গেল টিকিট বর্তমানে ৩ গুণ বেড়ে পৌঁছেছে দেড় লক্ষ টাকায়।

টিকেট এজেন্সিগুলোতে বাংলাদেশ বিমান ও কুয়েত এয়ারলাইন্সে সরাসরি ফ্লাইটের টিকিট খুঁজে না পেয়ে অনেকেই বাধ্য হয়ে ৩ গুণ দাম দিয়ে টিকিট নিচ্ছেন। আবার সিট সঙ্কটের কারণে নতুন ভিসায় কুয়েতগামী অনেক প্রবাসীর মনে রয়েছে ভিসা বাতিল হয়ে যাওয়ার আশঙ্কা।

এছাড়া অন্যান্যা দেশে শ্রমিকরা ভিসা পাওয়ার পর ১/২ মাসের মধ্যে কুয়েতে প্রবেশ করতে পারলেও ভিন্ন চিত্র বাংলাদেশি শ্রমিকদের ক্ষেত্রে। ভিসা পাওয়ার পরে দেশে মেডিকেল সেন্টারে হয়রানি ও ম্যানপাওয়ার চক্করে পড়ে ভিসার মেয়াদের শেষ মুহূর্তে দেওয়া হচ্ছে পাসপোর্টসহ জরুরি কাগজপত্র। 

নতুন যাত্রীদের চাপের কারণে এই রুটে নিয়মিত যাত্রীদেরকে বিশেষ জরুরি প্রয়োজনে টিকিট আগানো ও পেছানোর ক্ষেত্রে পড়তে হচ্ছে বিড়ম্বনায়।

নতুন ভিসায় বিদেশগামী যাত্রী ও তাদের স্বজনদয়ের দাবি, দেশে বেকারত্বের চাপ কমাতে বিদেশগামী যাত্রীদের মেডিকেল হয়রানি বন্ধ, ভিসা প্রসেসিং দ্রুত করা ও টিকিট সিন্ডিকেট বন্ধ করা হোক। সেই সঙ্গে রিজার্ভ ফান্ড বৃদ্ধিতে প্রবাসী রেমিট্যান্সের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে ঢাকা-কুয়েত রুটের ভাড়া কমাতে দ্রুত উদ্যোগ গ্রহণের দাবিও জানান বিদেশগামী যাত্রীরা।

সম্প্রতি নতুন যোগদান করা কুয়েতে বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার এ.কে.এম ফরহাদের কাছে নতুন ভিসায় কুয়েতগামীদের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার শঙ্কা ও টিকিট সংকট সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘যাত্রীদের চাহিদা বিবেচনায় আমরা অনেক সময় বড় ফ্লাইট পরিচালনা করে থাকি। ঢাকা-কুয়েত রুটে যাত্রীদের বাড়তি চাপ থাকলে ট্রাভেল এজেন্সিগুলো যদি বিমানের সেলস ডিপার্টমেন্টে আবেদন বা চাহিদাপত্র দেয়, তাহলে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার বিষয়ে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ অবশ্যই সেটা বিবেচনা করে দেখবে।’