নারী-শিশু ও দ্রুত বিচার ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবীর দায়িত্ব পেলেন সমাজী
সুপ্রিম কোর্টের আইনজীবী এহসানুল হক সমাজীকে সারাদেশের নারী ও শিশু নির্যাতন দমন ও দ্রুত বিচার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। গত ২৩ জুলাই আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব (প্রশাসন) কামরুল হাসানের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য উল্লেখ করা হয়েছে, যা আজ রবিবার জানা গেছে।
নিয়োগ অনুযায়ী এহসানুল হক সমাজী (অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদার সুবধিাপ্রাপ্ত) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্পেশাল প্রসিকিউশনের অ্যাডভাইজার হিসেবে সারাদেশের নারী ও শিশু নির্যাতন দমন ও দ্রুত বিচার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবীর গুরুত্বপূর্ণ মামলায় আইনি সহায়তা দিবেন।
নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, ইতোমধ্যে সরকার দেশের বিভিন্ন জেলায় চলমান ধর্ষণ ও ধর্ষণজনিত হত্যা মামলাসমূহকে অধিকতর জনগুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ অবস্থায় অ্যাডভোকেট এহসানুল হক সমাজীকে সব জেলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালে জনগুরুত্বপূর্ণ মামলাসমূহে বিচারিক আদালতে প্রসিকিউশনের চাহিদামতে আইনি সহায়তা দেওয়ার জন্য দায়িত্ব ও ক্ষমতা প্রদান করা হলো।
এর আগে গত বছর ডিসেম্বরে এ সিনিয়র আইনজীবীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘বিশেষ প্রসিকিউটোরিয়াল উপদেষ্টা’ পদে নিয়োগ প্রদান করে সরকার।