নজরুল হলের শিক্ষার্থী পেলেন ১০নং হল ছাত্রদলের সভাপতি পদ

জাবি প্রতিনিধি
১০ আগস্ট ২০২৫, ১২:৫৬
শেয়ার :
নজরুল হলের শিক্ষার্থী পেলেন ১০নং হল ছাত্রদলের সভাপতি পদ

হলের শিক্ষার্থী না হয়েও হল ছাত্রদলের নবগঠিত কমিটিতে সভাপতির পদ পেয়েছেন সাইফ বিন মাহবুব। গত শুক্রবার (৮ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাবি শাখার আহ্বায়ক জহির উদ্দিন মুহাম্মদ বাবর ও সদস্যসচিব ওয়াসিম আহমেদ অনিক স্বাক্ষরিত ১০নং হল ছাত্রদলের কমিটিতে এ পদ দেওয়া হয়।।

জানা যায়, নজরুল হলে এলোটের পরও এই শিক্ষার্থী তার পূর্বের এলোটেড ১০নং ছাত্র হল ত্যাগ করেননি। সেখানেই অবস্থান করছেন। বাগিয়েছেন ১০নং হল ছাত্রদলের সভাপতির পদ।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সূত্রে জানা যায়, ভূতাত্ত্বিক বিজ্ঞান ৫০ ব্যাচের শিক্ষার্থী সাইফ বিন মাহবুব বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের শিক্ষার্থী।

তবে সাইফের দাবি, তার হল এলোটমেন্ট চেঞ্জ হয়েছিল ঠিকই। কিন্তু তিনি অনেক হয়রানির পর হল প্রভোস্টদের সহায়তায় আবারও পূর্বের হলে ফিরে গেছেন। তার এলোটমেন্ট অনেক আগেই চেঞ্জ করা হয়েছে।

তার এ দাবিকে নাকচ করে দিয়ে তার এলোটেড জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, এমন কিছু করার সুযোগ নেই। নতুন হল এলোটের পরপরই আলবেরুনি হলের কয়েকজন শিক্ষার্থীর এলোটমেন্ট প্রশাসনের নির্দেশে পরিবর্তন করা হয়।

‘এ ছাড়া এলোটমেন্ট চেঞ্জ করার মতো ঘটনা আমার জানা নেই। আর প্রভোস্টদের হস্তক্ষেপে হল পরিবর্তনের কোনো সুযোগই নেই’, বলে জানান মোহাম্মদ আব্দুর রাজ্জাক। 

এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহম্মদ বাবর বলেন, ‘আমরা হলের শিক্ষার্থীদেরই হলে পদায়ন করার চেষ্টা করেছি। কেউ যদি তথ্য গোপন করে পদ নিয়ে থাকে, তাহলে আমরা সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব। তার পদ চলে যাবে। ইতোমধ্যেই মওলানা ভাসানী হলে একজন অছাত্রের কারণে কমিটি বিলুপ্তি ঘোষণা করেছি।’