সাংবাদিক হত্যা: ইবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ইবি প্রতিনিধি
০৮ আগস্ট ২০২৫, ০৮:৪৪
শেয়ার :
সাংবাদিক হত্যা: ইবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা করার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।

আজ শুক্রবার রাত ১২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে তা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগানে মুখরিত করেন পুরো ক্যাম্পাস। তারা বলেন, ‘চাঁদাবাজদের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘সাংবাদিক নিহত কেন ইন্টেরিম জবাব দে’, ‘ওয়ান টু থ্রি ফোর, চাঁদাবাজ নো মোর’, ‘সাঈদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’।

বক্তব্যে শিক্ষার্থীরা প্রশাসনের ব্যর্থতার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘একটি রাষ্ট্রে যদি একের পর এক সাংবাদিক, সাধারণ মানুষ কিংবা প্রতিবাদী কণ্ঠ সন্ত্রাসীদের হাতে নিহত হয়, তাহলে সেখানে প্রশাসনের কার্যকারিতা প্রশ্নবিদ্ধ। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর যে আশা তৈরি হয়েছিল, প্রশাসন সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছে।’

আরবি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী তানভীর মাহমুদ মন্ডল বলেন, ‘চাঁদাবাজ ও সন্ত্রাসীর রাজত্বের এই দেশ আমার হতে পারে না। অভ্যুত্থানের পর থেকে সাধারণ মানুষের পাশাপাশি আজ সাংবাদিকরাও সুরক্ষিত নয়। ইন্টেরিম সরকার যদি আইন ও বিচারব্যবস্থা কার্যকরভাবে পরিচালনা করতে না পারে, তবে তাদের সেই দায়িত্বে থাকার নৈতিকতা নেই।’

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা।