মিশিগানে ২৩ তম নর্থ আমেরিকান বাংলাদেশি ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্র প্রতিনিধি
০৪ আগস্ট ২০২৫, ১৩:১৯
শেয়ার :
মিশিগানে ২৩ তম নর্থ আমেরিকান বাংলাদেশি ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

বাংলাদেশি সংস্কৃতি, ঐতিহ্য ও কৃষ্টিকে প্রবাসের মাটিতে তুলে ধরতে যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের হ্যামট্রাম্যাকে আয়োজিত হতে যাচ্ছে তিনদিনব্যাপী ‘২৩ তম নর্থ আমেরিকান বাংলাদেশি ফেস্টিভ্যাল’। এই উপলক্ষে হ্যামট্রাম্যাক সিটির ‘রাধুনী’ রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

উক্ত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন মেলা কমিটির আহ্বায়ক বকুল তালুকদার, স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব রুম্মান আহমদ চৌধুরী। তিনি মেলার বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন। এসএনএস হোম লোন ও বাংলা ওয়ান টিভি প্রেজেন্টস এই ফেস্টিভ্যাল আগামী ৮, ৯ ও ১০ আগস্ট শহরের জ্যোসেফ ক্যাম্পু অ্যাভিনিউতে প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এবারের মেলাতে গান পরিবেশন করবেন নগর বাউল জেমস, সেলিম চৌধুরী, পারভেজ সাজ্জাদ, অভিনেতা জায়েদ খান, অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি, ব্যান্ড দল ‘রিদম অব বাংলাদেশ’ ছাড়াও অংশ নেবেন দেশ ও প্রবাসের আরও বহু গুণী শিল্পীরা।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ফেস্টিভ্যালের প্রধান পৃষ্ঠপোষক এমএনএস হোম লোনের কর্ণধার নাসির সবুজ, যুগ্ম আহ্বায়ক সালেহ আহমদ বাদল, প্রচার সম্পাদক পারভেজ আহমদ, সহ-প্রচার সম্পাদক আরিফ আরমান জিসান, যুগ্ম সদস্য সচিব হিমেল দাস, মো. আনোয়ার হোসেন, শুভ কামাল, মিশিগান কালচারাল সোসাইটির সভাপতি শাহাব উদ্দিন, এ জে আনোয়ার, তাজুল ইসলাম, সাফকাত রহমান আবির সহ আরও অনেকে। 

এবারের ২৩ তম নর্থ আমেরিকান বাংলাদেশি ফেস্টিভ্যাল বাংলা টাউন মেলার টিভি মিডিয়া পার্টনার হচ্ছে আরটিভি, প্রিন্ট মিডিয়া পার্টনার শুভ প্রতিদিন।