সিটি ব্যাংক-নিবেদিত ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২৪’ পেলেন যারা
সিটি ব্যাংক-নিবেদিত ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২৪’ প্রদান উপলক্ষে এবার দুদিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। প্রথম দিন গতকাল শুক্রবার দিনব্যাপী আয়োজন করা হয়েছে কবিতা লেখা বিষয়ক কর্মশালা ‘কবিতার কলাকৌশল’। এতে কবিতা লেখার নানা করণকৌশল সম্পর্কে আলোকপাত করবেন কবি ও সাংবাদিক সাজ্জাদ শরিফ, কবি ও প্রাবন্ধিক তুষার দাশ, কবি ও শিক্ষক সাকিরা পারভীন এবং কবি পিয়াস মজিদ। এই কর্মশালা শুধুমাত্র নিবন্ধিত ব্যাক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য।
দ্বিতীয় দিন আজ শনিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ছিল সিটি ব্যাংক-নিবেদিত ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২৪’। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালি ও কলম-এর সম্পাদকমণ্ডলীর সভাপতি এমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাবন্ধিক এমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।
তিনি বলেন , ‘আজকের এই অনুষ্ঠান একটি বিশেষ অনুষ্ঠান। আজকে যারা পুরষ্কার পেলেন তাঁদের নতুন যাত্রা শুরু হল। আশা করছি তারা এই পুরস্কারের সম্মান রাখবেন। সাহিত্য চর্চার প্রবাহমানতা বজায় রাখবেন। পাঠকদের ও দায়িত্ব রয়েছে, তারাই সাহিত্যের প্রধান পৃষ্ঠপোষক। আমি আশা করি এ ধরনের আয়োজন শুধু লেখকদের নয়, আরও ভালো পাঠককে উজ্জীবিত করবে।‘
সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মাসরুর আরেফিন তার বক্তব্যে বলেন, ‘আমরা এই মহান প্রয়াসে যুক্ত হতে পেরে আনন্দিত। আমরা শুধু এবছরই নয়, সামনের বছর থেকেও এই প্রয়াসের সাথে যুক্ত থাকব। আর এই অস্থির সময়ে লেখালেখির সাথে যারা সাহসিকতার সাথে যুক্ত থেকেছেন,তাঁদের আমি জানাই অভিনন্দন।’
এছাড়া বক্তব্য দেন কালি ও কলমের প্রকাশক আবুল খায়ের। সম্পাদক সুব্রত বড়ুয়া অসুস্থতার কারণে আসতে পারেননি। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন গানের দল ও কৃষ্ণকলি।
সিটি ব্যাংক-নিবেদিত ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২৪’ বিজয়ীদের তালিকা:
১. কবিতা : অস্ট্রিক ঋষি (সতীতালয়) – উপস্থিত ছিলেন না।
২. কথাসাহিত্য : সাজিদ উল হক আবির (নির্বাচিত দেবদূত)
৩. প্রবন্ধ গবেষণা ও নাটক : মুহাম্মদ ফরিদ হাসান (শতবর্ষে চা-শ্রমিক আন্দোলন : ডেডলাইন ২০ মে ১৯২১)
৪. মুক্তিযুদ্ধ ও বিপ্লব : স্বরলিপি (একাত্তরে অবরুদ্ধ দিনের দুঃসাহস : সাগাই ফোর্ট এস্কেপ)
৫. শিশু-কিশোর সাহিত্য : নিয়াজ মাহমুদ (তিলকুমারের যাত্রা)
আরও পড়ুন:
‘আমাদের ছোট রাসেল সোনা’ বইয়ের মোড়ক উন্মোচন
আয়োজকরা জানান, তরুণদের সাহিত্যচর্চাকে উৎসাহ প্রদান ও গতিশীল করার লক্ষ্যে মাসিক সাহিত্যপত্র কালি ও কলম ২০০৮ সাল থেকে প্রতিবছর প্রদান করে আসছে ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার’। এই পুরস্কার বাংলাদেশে তরুণদের জন্য প্রবর্তিত সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার। পুরস্কারটির অর্থমূল্য দুই লাখ টাকা।
এ বছরের জানুয়ারি মাসে পুরস্কারের জন্য বই আহবান করা হয়। কবিতা, কথাসাহিত্য, প্রবন্ধ ও গবেষণা, মুক্তিযুদ্ধ ও বিপ্লব এবং শিশু-কিশোর সাহিত্য – এই পাঁচটি বিষয়ে বই জমা নেয়া হয়েছে। বই জমা দেওয়ার পর স্বনামখ্যাত বিজ্ঞ বিচারকমণ্ডলীর পর্যবেক্ষণ-পর্যালোচনার ভিত্তিতে শ্রেষ্ঠ গ্রন্থসমূহ নির্বাচিত হয়। আমরা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ এ বছর থেকে এই আয়োজনে সিটি ব্যাংককে সাথে পেয়ে। যেকোনো দেশের শিল্প ও সংস্কৃতির বিকাশ ও সর্বোপরি মনন বিকাশের সঙ্গেই জড়িত সেই দেশের অর্থনৈতিক, রাজনৈতিক ও সার্বিক উন্নয়ন। এই বিকাশ যুগ যুগ ধরে তরুণদের হাত ধরেই হয়েছে। সেই বিশ্বাস ও দেশের প্রতি দায়িত্ববোধ থেকেই সিটি ব্যাংক এবং কালি ও কলমের এই যৌথ প্রয়াস।