আধুনিক ও বিশ্বমানের প্রশিক্ষণ এবং ছাত্র পরামর্শদান কেন্দ্র উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি
২৩ জুলাই ২০২৫, ১১:৪৫
শেয়ার :
আধুনিক ও বিশ্বমানের প্রশিক্ষণ এবং ছাত্র পরামর্শদান কেন্দ্র উদ্বোধন

শিক্ষা ও ভবিষ্যতের সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচনের উদ্দেশ্যে ঢাকায় উদ্বোধন হলো একটি আধুনিক ও বিশ্বমানের প্রশিক্ষণ এবং ছাত্র পরামর্শদান কেন্দ্র। এই উপলক্ষে Base Study, Infinity UK ও Inception Global School এর মধ্যে একটি ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

গত রবিবার রাজধানীর মিরপুরের উত্তর পীরেরবাগে বিকেল ৪টার দিকে এই উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

জানা গেছে, এই প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন পরীক্ষার যেমন GRE, SAT, TOEFL, IELTS ও DUOLINGO English Test এর জন্য পেশাদার প্রশিক্ষণ প্রদান করবে। সেই সঙ্গে ছাত্রদের জন্য বিদেশে উচ্চশিক্ষার জন্য পরামর্শদান ও আবেদন সহায়তা প্রদান করা হবে — ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্যের উপযুক্ত ও খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে পূর্ণ সহায়তা প্রদান করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষাবিদ প্রাইম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আব্দুর রহিম, লেখক ডক্টর আসমা শহীদ, আনজুমান চৌধুরী, ব্যারিস্টার আবিদ-উর-রহমান, বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগন সানজিদা ইসলাম, মোহাম্মদ মনির হোসেন, শাফিউল ফাহাদ এবং প্রবীণ নাগরিকদের মধ্যে ছিলেন গোলাম মোস্তফা ও গাজী মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এই প্রশিক্ষণ ও পরামর্শদান কেন্দ্রটি উচ্চশিক্ষার পথে আগ্রহী শিক্ষার্থীদের জন্য নির্ভরযোগ্য সহায়তাকারী হিসেবে আত্মপ্রকাশ করবে। এখান থেকে শিক্ষার্থীরা পাবেন কাঠামোবদ্ধ প্রস্তুতি, অভিজ্ঞ শিক্ষকের দিকনির্দেশনা এবং পেশাদার ও নৈতিক পরামর্শ।