মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শোক
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত
রাজধানীর উত্তরা দিয়াবাড়িস্থ মাইলস্টোন স্কুলে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির মর্মান্তিক ঘটনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় গভীর শোক প্রকাশ করেছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এক শোকবার্তায় দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। একইসাথে তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।
প্রসঙ্গত, গতকাল সোমবার দুপুরে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরার দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল ভবনে আঘাত হানে। এতে পাইলটসহ স্কুলের শিক্ষার্থীরা প্রাণ হারান।
আজ সকালে চিকিৎসক সূত্রে জানা যায়, এই ঘটনায় মৃতের সংখ্যা ২৭ ছাড়িয়েছে।
এ ঘটনায় রাষ্ট্রীয় শোকের সঙ্গে সঙ্গতি রেখে আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়েও শোক পালন করা হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশনা দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!