কুবিতে ক্লাস বন্ধ ঘোষণা
মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে বিমান দুর্ঘটনায় রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সকল বিভাগের ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে চলমান থাকবে পূর্বনির্ধারিত পরীক্ষাসমূহ।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন আজ সকালে বিষয়টি নিশ্চিত করে বলেন, `আমাদের ক্লাসগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। শুধু পরীক্ষাগুলো হবে।‘
পাশাপাশি পৃথক এক বিবৃতিতে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি শোক ও সহানুভূতি প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান।
উল্লেখ্য, গতকাল সোমবার দুপুর ১টার কিছু পর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই ভবনে আগুন ধরে যায়। এঘটনায় এখন অবধি নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে যার ২৫ জনই শিশু।
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!