বাউবির শুক্রবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা আজ শুক্রবারের স্থগিত করেছে কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার পরীক্ষা নিয়ন্ত্রকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণসংযোগ বিভাগ থেকে জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত এইচএসসি পরীক্ষা-২০২৫ এর শুক্রবারের পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।
স্থগিত করা এই পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!