জাবি ছাত্র ইউনিয়নের একাংশের কমিটি ঘোষণা
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের ৩৩তম সম্মেলনে কাউন্সিল অধিবেশনের মাধ্যমে নতুন কমিটি গঠিত হয়েছে। সেখানে ছাত্র ইউনিয়নের একাংশের কমিটি ঘোষণা করা হয়েছে।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন অদ্রি অংকুর এবং সাধারণ সম্পাদক হয়েছেন ফাইজান আহমেদ অর্ক। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মায়িশা মনি।
গত বুধবার শুরু হয় তিন দিনব্যাপী এ সম্মেলন। "যৌবন তুমি মিলিও না তাল রাষ্ট্রীয় কোনো নাচে, রাষ্ট্র তোমার মজ্জা-মগজ-রক্ত খেয়ে বাঁচে"—এই প্রতিবাদী স্লোগান ধারণ করে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন আদিবাসী নেতা মাইকেল চাকমা। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন অমর্ত্য রায় এবং বক্তব্য দেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার।
উদ্বোধনী অধিবেশন শেষে শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে পরবর্তী এক বছরের জন্য সর্বসম্মতিক্রমে ২৫ সদস্যের নতুন কমিটি নির্বাচিত হয়। এই কমিটিতে ২৩ জন সদস্যের নাম ঘোষিত হয়েছে এবং ২টি পদ পরবর্তীতে কো-অপ্ট করা হবে।
গতকাল বৃহস্পতিবার সম্মেলনের দ্বিতীয় দিনে ক্যাম্পাসের সেলিম আল দীন মুক্তমঞ্চে গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ফ্যাসিবাদবিরোধী কনসার্টে নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে।
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!
নতুন এ কমিটির সহ-সভাপতি হিসেবে আছেন সাবেরীন নওশাদ, সাদিয়া ইসলাম মুন। সহকারী সাধারণ সম্পাদক সীমান্ত বর্ধন, জারিন তাসনিম প্রমি। এ ছাড়াও কোষাধ্যক্ষ ইসফার সাদী, দপ্তর সম্পাদক রেদওয়ান সিকদার, শিক্ষা ও গবেষণা সম্পাদক ইমরান হাসান শুভ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রিফাত রাফি, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিকা তাবাসসুম ফারাবী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নুশরিকা অদ্রি, সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক জানিব হাসান মাটিয়া, ক্রীড়া সম্পাদক ইশতিয়াক বিন ইকবাল।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন, ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলি, অমর্ত্য রায়, আনিকা ইবনাত আঁচল, আয়েশা নাজ তানহা, নাহিদুল ইসলাম নাইম, সাজিদ রহমান, আদৃতা রায়, সিয়াম মাহমুদ।