‘হাসিনায় আস্থা’ মিছিলে শিক্ষকদের দেখলে লজ্জাবোধ হয়
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) “শেখ হাসিনাতেই আস্থা” স্লোগানে গত বছর ৪ জুলাই অনুষ্ঠিত শান্তি সমাবেশ ও মিছিলে অংশ নেওয়া শিক্ষকদের দেখলে লজ্জাবোধ হয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাকৃবি শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মঈন।
তিনি বলেন, ‘যখন দেখি সেই শিক্ষকরা আমাদের সামনে দিয়ে নির্বিঘ্নে চলাফেরা করছেন, তখন মনে হয় আবু সাঈদ, মুগ্ধ এবং শহীদরা এসে কানে কানে বলছে ‘এই জন্যই কি আমরা শহীদ হয়েছিলাম?। প্রশাসনকে অনুরোধ করব দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দিতে এবং দোষীদের শাস্তি নিশ্চিত করতে।’
আজ বুধবার সকালে বাকৃবিতে জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে জুলাই আন্দোলন নিয়ে এক মুক্ত আলোচনায় তিনি এসব কথা বলেন ।
আবদুল্লাহ আল মঈন বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত ডাকসু নির্বাচনের উদ্যোগ নিলেও বাকৃবিতে এখনো কোনো তৎপরতা নেই। সর্বদলীয় এবং ছাত্রদের অধিকার নিশ্চিত করতে দ্রুত বাকসু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’
আবদুল্লাহ আল মঈন আরও বলেন, ‘বিগত বছর ছাত্রলীগের নেতাকর্মীদের দ্বারা বাকৃবির শিক্ষার্থীরা অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন। আশরাফুল হক হলের শিক্ষার্থী সাদকে ছাত্রলীগবিরোধী দলের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে হত্যা করা হয়। এখনো তার পরিবার বিচার পায়নি। আমরা আশাবাদী, বর্তমান প্রশাসন দ্রুত এই ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করবে।’
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!
তিনি বলেন, ‘জুলাই আন্দোলনের শক্তিকে নষ্ট করার জন্য দেশি-বিদেশি নানা শক্তি কাজ করছে। এই জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’