শাবিপ্রবিতে জুলাই শহিদ দিবস পালিত

শাবিপ্রবি প্রতিনিধি
১৬ জুলাই ২০২৫, ১২:৫৫
শেয়ার :
শাবিপ্রবিতে জুলাই শহিদ দিবস পালিত

জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জুলাই শহিদ দিবস পালিত হয়েছে।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সামাজিক বিজ্ঞান ভবনের সামনে এসে শেষ হয়।

এ সময় শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রক্টরিয়াল বডির সদস্য, হল প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরবর্তীতে বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে আলোচনা সভা শুরু হয়। অন্যদিকে সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ডকুমেন্টারি প্রদর্শন করা হবে।