জাবি উপাচার্য /

‘আমরা বিভাজিত হলে পরাজিত শক্তি জয়ী হবে’

জাবি প্রতিনিধি
১৫ জুলাই ২০২৫, ১৫:০৩
শেয়ার :
‘আমরা বিভাজিত হলে পরাজিত শক্তি জয়ী হবে’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেছেন, ‘জুলাই না বাঁচলে আমরা বাঁচব না, এই কথাটি আমাদের বিশ্বাস করতে হবে।’

গতকাল সোমবার দিবাগত রাতে সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন ও ৩৬ জুলাই স্বৈরাচার হাসিনার পতন দিবস উদযাপন-২০২৫ কমিটির সভাপতি অধ্যাপক মো. শামছুল আলমের সভাপতিত্বে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের সামনে ‘জুলাইয়ের শপথ, জাহাঙ্গীরনগর মানেই প্রতিরোধ’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিবাদী জমায়েত ও প্রতিবাদী স্মারকস্তম্ভ স্থাপন অনুষ্ঠানে উপাচার্য এ কথা বলেন।

এ সময় উপাচার্য বলেন, ‘আমরা বিভাজিত হলে, পরাজিত শক্তি জয়ী হবে। পুরো দেশে দস্যুপনা শুরু হয়েছে, এগুলো বন্ধ করতে হবে। রাজনৈতিক দলগুলোকেও সংস্কারের নামে বিভাজন থেকে বিরত থাকতে হবে।’

এ অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন কতৃর্ক গৃহীত জুলাই-আগস্টের বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

এ অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে ২০২৪ সালের ১৪ জুলাই রাতে এই হলে ছাত্রলীগ নেতা-কমীর্দের দ্বারা মারধরের শিকার শিক্ষার্থীর এবং তাদের উদ্ধার করতে আসা শিক্ষার্থীদের মধ্যে অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য রাখেন আশেক মাহমুদ, জাহিদ হাসান, কাউসার আলম আরমান, নাদিয়া রহমান অন্বেষা, মো. রুবেল, রাকিবুল ইসলাম, আঞ্জুম শাহরিয়ার, আহসান লাবিব, তৌহিদ মো. সিয়াম, হাসিব জামান, জাহিদুল ইসলাম, আরিফুজ্জামান উজ্জল, আব্দুর রশিদ জিতু, সোহাগী সামিয়া, সজিব আহমেদ জেনিচ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান।

উল্লেখ্য, ৩৬ জুলাই স্বৈরাচার হাসিনার পতন দিবস উদযাপন-২০২৫ উপলক্ষ্যে আজ (১৫ জুলাই) তারিখে কালরাত্রি উদযাপন করা হবে। এ উপলক্ষে উপাচার্যের বাসভবনের সামনে জমায়েত, ডকুমেন্টারি প্রদর্শন, স্মৃতিচারণ, ব্লাক আউট, ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হবে।