রাজু ভাস্কর্যে আসিফ মাহমুদের ‘রাজাকার রাজাকার’ স্লোগান

নিজস্ব প্রতিবেদক
১৫ জুলাই ২০২৫, ১০:০৭
শেয়ার :
রাজু ভাস্কর্যে আসিফ মাহমুদের ‘রাজাকার রাজাকার’ স্লোগান

২০২৪ সালের ১৪ জুলাইয়ের স্মৃতি স্মরণে গতকাল সোমবার রাতে ফের প্রতিবাদী স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজু ভাস্কর্য এলাকা। এদিন রাজু ভাস্কর্যে অনুষ্ঠিত র‍্যাপ কনসার্টে উপস্থিত হন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সেখানে ১৪ জুলাইয়ের স্লোগান ধরেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। স্লোগানগুলোর মধ্যে রয়েছে, ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’, ‘কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার’, ‘এই কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কী বাপ দাদার’, ‘বাংলা কী বাপ দাদার, কথায় কথায় বাংলা ছাড় ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। 

স্লোগানের প্রতিক্রিয়ায় সংক্ষেপে এই উপদেষ্টা বলেন, ‘যারা তখন বাংলা ছাড়তে বলেছিল, তারা এখন কোথায়? তারা কী এখনো বাংলায় আছে?’ এর বাইরে আর কোনো মন্তব্য করেননি তিনি।