রাজাকার রাজাকার স্লোগানে জাবি শিক্ষার্থীদের প্রতীকী প্রতিবাদ
চব্বিশের ১৪ জুলাইয়ে স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক শিক্ষার্থীদের রাজাকার আখ্যা দেওয়ার ঘটনার প্রতীকী প্রতিবাদস্বরূপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইতিহাসের অনুকরণে স্লোগান দিয়ে মিছিল ও সমাবেশ করেছেন।
গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১০টায় মিছিলটি বটতলা থেকে শুরু হয়ে সালাম বরকত হল, তাজউদ্দীন আহমেদ হল সংলগ্ন রাস্তা ঘুরে রবীন্দ্রনাথ ঠাকুর হলের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে একটি সমাবেশও অনুষ্ঠিত হয়।
এ সময় শিক্ষার্থীরা 'কথায় কথায় বাংলা ছাড়া, বাংলা কি তোর বাপ দাদার?', এক দুই তিন চার, হাসিনা তুই স্বৈরাচার', 'তুমি কে আমি কে, রাজাকার রাজাকার', 'কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার', 'বাকশালের দালালেরা, হুশিয়ার সাবধান', 'শাহবাগের দালালেরা, হুশিয়ার সাবধান', 'আওয়ামী লীগের দালালেরা, হুশিয়ার সাবধান', 'মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ', 'বাকশালীদের কালো হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও' ইত্যাদি স্লোগান দেন।
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!
সমাবেশ শেষে শাখা গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) যুগ্ম সদস্য-সচিব আহসান লাবিব বলেন, ‘তারা আজকে তাকিয়ে দেখুক যারা আমাদের রাজাকার বলেছিল তারাই আজ বিতাড়িত। ইতিহাস থেকে সাক্ষী নেন, বাংলাদেশপন্থী কোনো শক্তিকে যদি বাদ দেন কিংবা কথায় কথায় রাজাকার বলেন তাহলে আপনারাও উৎখাত হবেন।’