মিশিগানে কুরআনে হাফেজ হলেন রায়হান

যুক্তরাষ্ট্র প্রতিনিধি
১৪ জুলাই ২০২৫, ১২:৫১
শেয়ার :
মিশিগানে কুরআনে হাফেজ হলেন রায়হান

নাকীব হাসান রায়হান

যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের ডেট্রয়েট সিটির বায়তুল মোকাররম মসজিদের সভাপতি ডা. মোহাম্মদ সিরাজুল হক ও শায়খে হবিগঞ্জী রাহ. এর নাতি মন্জুর সামি হাসানের সন্তান নাকীব হাসান রায়হান মাত্র ১০ বছর বয়সে কোরআনের হাফেজ হয়েছেন। 

রায়হান স্কুলের পাশাপাশি বায়তুল মোকাররম মসজিদের হিফজ শাখায় প্রতি সপ্তাহে শনি ও রবিবার নিয়মিত পড়ালেখা করে এবং ছুটির সময়গুলো গ্রীষ্মকাল, শীতকাল, স্প্রিং ও ক্রিসমাস ব্রেক পুরোপুরি সময় দিয়ে হিফজ সম্পন্ন করেছেন।  

২০১০ সালের ১৮ সেপ্টেম্বর শুরু হওয়া এই হিফজ শাখা আজ এক গর্বিত ঐতিহ্য। একজন শিক্ষক ও দুজন ছাত্র নিয়ে শুরু হওয়া এই বিভাগে বর্তমানে ৬ জন শিক্ষক ও ৪০ জনের বেশি ছাত্র রয়েছে এবং এ পর্যন্ত ২৯ জন হাফেজে কোরআন তৈরি হয়েছে।

গতকাল রবিবার এই উপলক্ষে বাদ জোহর বায়তুল মোকাররম মসজিদে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন শায়খুল হাদীস আলহাজ্ব মাওলানা আব্দুস সালাম মোহাদ্দিস (শায়খে জুরি) শায়খে রেংগা রাহ. এর শায়খ নুরুল ইসলাম সুফিয়ান, ডা. সিরাজুল হক, হাফিজ মাওলানা ক্বারী ফখরুল ইসলাম, ইমাম শেখ আহমাদ কাশেম, আল ফালাহ মসজিদের ইমাম মাওলানা আতাউর রহমান খান, দারুল কুরআন মসজিদের ইমাম মাওলানা সাইদ, হাফিজ সাঁইদ সামাদ, মাওলানা জাবেদ আহমদ, হাফিজ ইউসুফ, বায়তুল মোকাররম মসজিদের সম্মানিত শিক্ষক ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা। উক্ত মাহফিলে গোটা মুসলিম উম্মাহ সহ দেশ ও জাতির জন্য বিশেষ দোয়া করা হয়।