নবীনদের বরণ করল এআইইউবি

সংবাদ বিজ্ঞপ্তি
১৩ জুলাই ২০২৫, ২১:৫৯
শেয়ার :
নবীনদের বরণ করল এআইইউবি

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) সামার ২০২৪-২৫ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ৫টি অনুষদের নবাগত শিক্ষার্থীদের নিয়ে পৃথক পৃথক সেশনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অফিস অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্সের কর্মকর্তারা বিশ্ববিদ্যালয়ের নিয়মনীতি, একাডেমিক কার্যক্রম, শিক্ষার্থীদের সেবা ও সহায়তা নিয়ে শিক্ষার্থীদের অবহিত করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবি’র প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নাদিয়া আনোয়ার।

তিনি নবাগত শিক্ষার্থী ও অভিভাবকদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘শিক্ষাজীবনের এই নতুন অধ্যায়ে নিজেদের মেধা ও শৃঙ্খলায় এগিয়ে যেতে হবে।’

এছাড়া উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের সুযোগ-সুবিধার সদ্ব্যবহার করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সহ-উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টর, ডিন ও বিভাগীয় প্রধানগণ নবীনদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। নবীনবরণের আনুষ্ঠানিকতা শেষে এআইইউবির পারফর্মিং আর্টস ক্লাবের (এপিএসি) পরিবেশনায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।