জাবিতে গাঁজা সেবনকালে আটক ২ শিক্ষার্থী
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনকালে প্রক্টরিয়াল টিমের সদস্য কর্তৃক আটক হয়েছে চারুকলা এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ২ শিক্ষার্থী।
গতকাল শনিবার রাত ৯টা নাগাদ তাদের আটক করা হয়।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট সংলগ্ন এলাকায় গাঁজা সেবনকালে ২ শিক্ষার্থী প্রক্টরিয়াল বডির হাতে ধরা পড়েন। এ সময় তারা প্রক্টরিয়াল বডির সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন এবং আইনী কার্যক্রমে বাধা সৃষ্টি করেন।
আটককৃত দুই শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা ৪৮ ব্যাচের তাহমিদ নবেল এবং নাটক ও নাট্যতত্ত্ব ৪৮ ব্যাচের মেহেদি ইসলাম।
এ সময় মাদক সেবনের বিষয়টি স্বীকার করায় প্রক্টর অফিসে নিয়ে লিখিত মুচলেকা নেওয়া হয়। মুচলেকা নেওয়ার পর মাদক সরবাহকারীদের তথ্য জানার জন্য তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়।
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ইমন ও বর্তমান শিক্ষার্থী জ্যোতি ক্যাম্পাস এরিয়াতে মাদকদ্রব্য সরবরাহ করে থাকে।
আটককারী শিক্ষক সহকারী প্রক্টর অধ্যাপক আব্দুর রাজ্জাক বলেন, ‘আমরা তাদেরকে ট্রান্সপোর্ট সংলগ্ন এলাকায় গাঁজা সেবন করতে দেখতে পাই। এমতাবস্থায় আমরা তাদের আটক করি।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, ‘আমরা এ বিষয়ে আলোচনা সাপেক্ষে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব।’