জানা গেল বাকৃবির শিবিরের নতুন সভাপতি ও সম্পাদকের পরিচয়

বাকৃবি প্রতিনিধি
০৮ জুলাই ২০২৫, ১৩:৩৯
শেয়ার :
জানা গেল বাকৃবির শিবিরের নতুন সভাপতি ও সম্পাদকের পরিচয়

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক আবু নাসের ত্বোহা। একই সঙ্গে, সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন আব্দুল আল মঈন।

গতকাল সোমবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত সদস্য সমাবেশে সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচন করা হয়। পরে সদস্যদের পরামর্শক্রমে সাধারণ সম্পাদককে মনোনীত করা হয়। ২০২৫ সেশনের বাকি সময়ের জন্য (ষান্মাসিক) ওই নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে।

জানা গেছে, ত্বোহা ২০১৮-১৯ শিক্ষাবর্ষের পশু পালন অনুষদের শিক্ষার্থী এবং মঈন একই বর্ষের কৃষি অনুষদের শিক্ষার্থী।

আজ মঙ্গলবার সকালে বাকৃবি শিবির শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মঈন এই তথ্য নিশ্চিত করেন। এ সময় কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন সম্পাদক শরীফ মাহমুদ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ এবং সদ্য সাবেক শাখা সভাপতি ফাজায়েল আহমেদসহ শাখার সাবেক নেতারা। 

 সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বাধিক ভোট পেয়ে সভাপতি আবু নাসের ত্বোহা নির্বাচিত হয় । পরে কেন্দ্রীয় সভাপতির প্রতিনিধি হিসেবে তাকে সাংবিধানিক শপথ পড়ান কেন্দ্রীয় প্রচার সম্পাদক।

নবনির্বাচিত সভাপতির পরামর্শ ও সদস্যদের সম্মতিক্রমে আব্দুল্লাহ আল মঈনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।

উল্লেখ্য, চলতি বছরের ৫ জানুয়ারি অনুষ্ঠিত সদস্য সমাবেশে সভাপতি নির্বাচিত হয়েছিলেন ফখরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছিলেন আবু নাসের ত্বোহা।