মিলনমেলায় পরিণত ইতালির রোমে সিপ্রো অত্তাভিয়ানো একতা সমিতির গ্রীষ্মকালীন আনন্দ উৎসব‌

মিনহাজ হোসেন, ইতালি
০৭ জুলাই ২০২৫, ২৩:৫৪
শেয়ার :
মিলনমেলায় পরিণত ইতালির রোমে সিপ্রো অত্তাভিয়ানো একতা সমিতির গ্রীষ্মকালীন আনন্দ উৎসব‌

প্রবাসে থেকেও ঐক্য, সংস্কৃতি ও আনন্দ ভাগাভাগি করে নেওয়ার অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছে সিপ্রো অত্তাভিয়ানো একতা সমিতি। এই বছরের গ্রীষ্মকালীন আনন্দ উৎসব অনুষ্ঠিত হয় রোমের মন্তেভেরদে ভিল্লা পোমপিলি পার্কে, যেখানে শতাধিক প্রবাসী বাংলাদেশি পরিবার অংশগ্রহণ করেন।

 দিনব্যাপী এই অনুষ্ঠানে ‌বাচ্চাদের জন্য বিভিন্ন খেলাধুলা ও চিত্রাংকন প্রতিযোগিতা‌ এবং লটারি ড্র ও র‍্যাফেল বিজয়ীদের মধ্যে আকর্ষনীয় পুরস্কার বিতরণও। এই‌ আয়োজনটি‌ হয়ে উঠে প্রবাসীদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও একতাবদ্ধতার মধুর মিলন।

 উৎসবের বিশেষ আকর্ষণ ছিল স্থানীয় শিল্পী বাবু বাঙ্গাল ও কেয়ার গান পরিবেশনা ও নতুন প্রজন্মের অংশগ্রহণ। সবার মুখে হাসি, আর মঞ্চে বাংলার গান— এই চিত্র যেন একটু সময়ের জন্য প্রবাসজীবনের ক্লান্তি ভুলিয়ে দিল।

অনুষ্ঠানে সিপ্রো ও অত্তাভিয়ানো একতা সমিতির ইতালির সভাপতি নূর‌ হোসেন‌ এর সভাপতিত্বে, সংগঠনের প্রতিষ্ঠাতা মো. সালাউদ্দিন ও‌ সামাজিক ব্যাক্তিত্ব মাসুম চৌধুরীর যৌথ সঞ্চালনায় এবং‌‌ বিশিষ্ট ব্যবসায়ী মোক্তার হোসেন, মামুন হোসেন, রুবেল রহমান, বেলাল বেপারী, শরিফুল ইসলাম শরিফের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর ঢাকা সমিতি ইতালির সভাপতি আমিনুর রহমান সালাম, বিশেষ বক্তা সংগঠনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যবসায়ী শিমুল হোসাইন আলমাছ, বিশেষ অতিথি বিশিষ্ট ব্যবসায়ী লন্ডন প্রবাসী জুয়েল আহমেদ, শুভেচ্ছা বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী ও প্রতিষ্ঠাতা মো. নূর আলম নূর, মোকলেছুর রহমান, তাজুল ইসলাম, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী বাবুল হোসেন, রইস উদ্দিন রাকিব।

অনুষ্ঠানের আপ্যায়নে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী নয়ন মাহমুদ, সুজন ভৌমিক, সাহাব উদ্দিন, খোরশেদ আলম, আখের উল্লাহ ও কামাল উদ্দিন।

সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনের নেতারা বলেন, ‘আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে প্রবাসে থেকেও দেশের সংস্কৃতি, মূল্যবোধ ও সামাজিক বন্ধনকে টিকিয়ে রাখা। আমরা চাই পরবর্তী প্রজন্মও শেকড় ভুলে না যায়।’

এই আনন্দ উৎসব ছিল একটি প্রাণবন্ত মিলনমেলা, যেখানে রোমের বাংলাদেশি কমিউনিটির মধ্যে নতুন উদ্যম, সম্পর্ক আর আন্তরিকতা সৃষ্টি হয়েছে।