ফুডপান্ডার এমডিসহ ৬ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা
প্রতারণা ও জালিয়াতির অভিযোগে ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দা আমবারীন রেজাসহ ৬ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে চারটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ফার্স্ট টেলি সেলস কোম্পানির স্বত্বাধিকারী শিহাব মাহমুদ এ মামলাগুলো করেন।
ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানাউল্লাহ বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য মামলাগুলো বিবেচনায় নিয়েছেন।
মামলার ষপর আসামিরা হলেন- কো ফাউন্ডার ও ম্যানেজিং ডিরেক্টর ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডের জুবায়ের সিদ্দিকী, কো ফাউন্ডার ও ডিরেক্টর মো. তাবারেজ খান (ভারতীয় নাগরিক) ডিরেক্টর ডেলিভারি (হিরো স্টোর), দিলারা ফারুক (হেড অব ক্যাটাগরি), মোহাম্মদ সাজেদুল হক (সিনিয়র ম্যানেজার ও ডিরেক্টর) ডেলিভারি হিরো স্টোর, মোহাম্মদ তৌফিক এক্সিকিউটিভ ক্যাটাগরি ম্যানেজমেন্ট ডিরেক্টর ডেলিভারি হিরো স্টোর বাংলাদেশ লিমিটেড, পান্ডামার্ট।
পৃথক চারটি মামলায় আসামিদের বিরুদ্ধে পাঁচ কোটি ৬০ লাখ টাকা প্রতারণার করে আত্মসাতের অভিযোগ করেছেন বাদী।
আরও পড়ুন:
ভারত সফরে গেলেন প্রধান বিচারপতি
তবে ফুডপান্ডা বাংলাদেশ-এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এর প্রতিবাদ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইপিএলই ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মালিকের দায়ের করা মামলা নিয়ে ফুডপান্ডা বাংলাদেশের বক্তব্য ফুডপান্ডা বাংলাদেশ ও প্রতিষ্ঠানটির ছয় কর্মকর্তার বিরুদ্ধে আইপিএলই ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মালিক শিহাব মাহমুদ বশিরের দায়ের করা মামলাগুলোয় যেসব অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। ফুডপান্ডা ও এর কর্মীদের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে এ অপচেষ্টা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে ফুডপান্ডা ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে শিহাব মাহমুদ বশিরের বিরুদ্ধে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১-এর ১৩৮ ধারায় তিনটি মামলা দায়ের করে। শিহাব মাহমুদ বশিরের দেয়া চেক প্রত্যাখ্যাত হওয়ায় এ মামলা করে ফুডপান্ডা। এই আইনগত পদক্ষেপের বিপরীতে, শিহাব মাহমুদ বশির সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ এনে পাল্টা মামলা করেছেন। আমরা মনে করি, আর্থিক দায় এড়ানোর উদ্দেশ্যে এবং আইনি বাধ্যবাধকতা থেকে নিজেকে আড়াল করতে পরিকল্পিত উপায়ে তিনি ফুডপান্ডা ও এর কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আমরা আরও জানতে পেরেছি যে, প্রকৃত সত্য আড়াল করতে শিহাব মাহমুদ বশির মিডিয়ার কাছে ফুডপান্ডা নিয়ে বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করছেন। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিষ্ঠা ও সুনামের সাথে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করে ফুডপান্ডা। অথচ শিহাব মাহমুদ বশির উদ্দেশ্যপ্রণোদিত হয়ে বানোয়াট ও বিভ্রান্তিকর অভিযোগের ভিত্তিতে মামলা করে ফুডপান্ডার মত আন্তর্জাতিকভাবে সুনাম অর্জন করা প্রতিষ্ঠানের সুনামহানি করছেন।
এসব মিথ্যা অভিযোগ ও অপপ্রচেষ্টার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়ার ব্যাপারে আমরা আলোচনা করছি। ফুডপান্ডা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিজেদের ব্যবসায়িক কার্যক্রমে সততা ও স্বচ্ছতা বজায় রাখার ব্যামসাতের অভিযোগ করেছেন বাদী।