ইস্টার্ন ইউনিভার্সিটিতে জাপানে উচ্চশিক্ষা ও চাকরির সুযোগ নিয়ে সেমিনার
জাপানে উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক ওয়ার্ক পারমিট ভিসার সম্ভাবনা শীর্ষক একটি সেমিনারের আয়োজন করেছে ইস্টার্ন ইউনিভার্সিটি। গতকাল সোমবার ভার্সিটির রেজাকুল হায়দার হলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী, ভাইস-চ্যান্সেলর, ইস্টার্ন ইউনিভার্সিটি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন মরিসু নারিতা, সিইও, উইঙ্কল ইনক. (জাপান) এবং মো. রফিকুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক, সামাইরা গ্রুপ ও এমপি ট্রাভেলস লিমিটেড। সেমিনারটি সভাপতিত্ব করেন ইস্টার্ন ইউনিভার্সিটির প্রযুক্তি ও প্রকৌশলী অনুষদের ডিন ও প্রফেসর ড. মো. মাহফুজুর রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. এম. ছায়েদুর রহমান।
অনুষ্ঠানে আরো বক্তব্য দিয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারপারসন এসোসিয়েট প্রফেসর সৈয়দ হাবিব আনোয়ার পাশা, সামাইরা গ্রুপের কো- অর্ডিনেটর রাখি রয়। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধায়নে ছিল বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার সার্ভিসেস ও ইন্টারন্যাশনাল অফিস এন্ড অফিস অব দ্যা স্টুডেন্ট এফেয়ার্স এর উপ-পরিচালক মো. মনিরুল ইসলাম।
এ সময় জাপানে ইন্টার্নশিপ শেষ করে আসার অভিজ্ঞতা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট শিক্ষার্থী উম্মে সুমাইয়া হোসেন এবং রতনা আকতার বাধন। তারা জাপানের টোকিওতে ইন্টার্নশিপ শেষ করে দেশে এসেছেন। তারা সবাইকে উদ্বদ্ধু করেছে জাপানে উচ্চ শিক্ষার জন্য চেষ্টা করতে।
সেমিনারে বক্তারা জাপানে পড়াশোনা, স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা পাওয়ার প্রক্রিয়া এবং জাপানি কোম্পানিতে চাকরির সুযোগ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেন। এতে শিক্ষার্থীরা বিদেশে ক্যারিয়ার গড়ার বাস্তবধর্মী দিকগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা লাভ করে।
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!
ইস্টার্ন ইউনিভার্সিটির সাফল্যের এক উজ্জ্বল উদাহরণ হলো মো. মনসুরুল হক রাশেদ, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ থেকে সদ্য স্নাতক ডিগ্রি অর্জন করেছে। সে জাপানে তার ইন্টার্নশিপ শেষ করে জাপানের Mon Napoleon Co. Ltd.-এ পূর্ণকালীন চাকরি পেয়েছে। এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সাথে জাপানের Samaira Group এবং Othelo Financial Institution -এর সঙ্গে বিশেষ চুক্তির মাধ্যমে। এই সাফল্যের পেছনে অন্যতম অবদান রেখেছেন ইস্টার্ন ইউনিভার্সিটির প্রযুক্তি ও প্রকৌশলী অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাহফুজুর রহমান।
এই সেমিনারটি প্রমাণ করে যে, ইস্টার্ন ইউনিভার্সিটি শিক্ষার্থীদের আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ার সুযোগ করে দিতে দৃঢ় প্রতিজ্ঞ। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের অনেক গ্র্যাজুয়েট জাপানে পড়াশোনা ও চাকরির সুযোগ পাচ্ছে, যা প্রতিষ্ঠানটির জন্য গর্বের বিষয়।