গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন
ঐতিহাসিক জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী সবার প্রতি সম্মান জানাতে এবং গণজাগরণের বিজয়ের প্রথম বর্ষপূর্তি উদযাপনে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন শাখার নেতাকর্মীরা শহীদ মিনারে জড়ো হন। রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে সমবেত কণ্ঠে গাওয়া হয় জাতীয় সংগীত। এরপর মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে স্মরণ করা হয় আন্দোলনের শহীদদের।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসির। উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা ও ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমান, যুগ্ম মহাসচিব ও ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলনসহ আরও অনেকে।