সমকামিতা-হেনস্তার অভিযোগ /

ইবি শিক্ষক হাফিজ চাকরিচ্যুত

ইবি প্রতিনিধি
৩০ জুন ২০২৫, ১৪:৩৯
শেয়ার :
ইবি শিক্ষক হাফিজ চাকরিচ্যুত

সমকামিতা, শিক্ষার্থী হেনস্তা ও শ্রেণিকক্ষে অসৌজন্যমূলক আচরণসহ নানা অভিযোগে অভিযুক্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. হাফিজুর ইসলামকে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। 

রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মাহবুবুর হক স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. হাফিজুল ইসলামের বিরুদ্ধে ওই বিভাগের শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট পর্যালোচনাপূর্বক গত বছরের ২২ ডিসেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৬৬তম সভার ৪৪নং প্রস্তাব ও সিদ্ধান্ত মোতাবেক ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা বিধির (৪) আই (বি) ও (ই) ধারা মোতাবেক তাকে বাৎসরিক ০১ (এক) টি ইনক্রিমেন্ট/ধাপ বাতিল করা হয় এবং তাকে সিন্ডিকেট সভার ২২ ডিসেম্বর তারিখ থেকে এক বছরের বাধ্যতামূলক ছুটি প্রদান করা হয়।

এতে আরও বলা হয়, ওই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে গত ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৬৭তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বিষয়টি পুনরায় ব্যাপক তদন্তের জন্য গঠিত তদন্ত কমিটির সুপারিশ গত ৩১ মে অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৬৮তম (সাধারণ) সভার ০৭ নং সিদ্ধান্ত মোতাবেক পূর্ববর্তী এবং পরবর্তী তদন্তের আলোকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শান্তি ও শৃঙ্খলার স্বার্থে তার এহেন কর্মকাণ্ড ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা বিধির চরম পরিপন্থী। ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা বিধির ৪(১) (এফ) ধারা মোতাবেক তাকে ৩১ মে থেকে চাকরি হতে অপসারণ করা হলো।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৭ অক্টোবর সহকারী অধ্যাপক হাফিজুল ইসলামের বিরুদ্ধে শ্রেণিকক্ষে অসৌজন্যমূলক আচরণ, ছাত্রীদের উদ্দেশে অশালীন ভাষা প্রয়োগ, ছাত্রীদের হেনস্থা, ব্যক্তিগত নম্বরে কল দিয়ে হয়রানি, ফেক আইডির মাধ্যমে কুরুচিপূর্ণ কথোপকথন এবং ছাত্রদের সমকামিতায় বাধ্য করার মতো গুরুতর অভিযোগ ওঠে।

এ ঘটনায় তার অপসারণের দাবিতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ফটক অবরোধ করে বিক্ষোভ করেন এবং উপাচার্যের কাছে ২৭ দফা লিখিত অভিযোগ দেন।