বিইউপিতে `ক্যাপিটালাইজার ২০২৫‘ অনুষ্ঠিত
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের অধীন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তত্ত্বাবধানে বিউপি ফাইন্যান্স সোসাইটির উদ্যোগে আয়োজিত ‘ক্যাপিটালাইজার ২০২৫’ শীর্ষক আন্তঃবিশ্ববিদ্যালয় বিনিয়োগ কৌশল প্রতিযোগিতার চূড়ান্তপর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
আকিজ স্টিল মিলস লিমিটেড এর পৃষ্ঠপোষকতা এবং সেনা কল্যান সংস্থা ও সপ্নের সহ-পৃষ্ঠপোষকতায় প্রতিযোগিতাটি শিক্ষার্থীদের বাস্তব বিনিয়োগ কৌশল ও আর্থিক সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় বাংলাদেশের ২৭টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে মোট ৩২৪টি দল অংশগ্রহণ করে। তিন ধাপে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার প্রাথমিক পর্বগুলো অনলাইনে অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা অর্থায়ন সম্পর্কিত মৌলিক ধারণা, কৌশল প্রণয়ন এবং তথ্যভিত্তিক বিশ্লেষণে নিজেদের দক্ষতা প্রদর্শন করে।
চূড়ান্তপর্বে নির্বাচিত সেরা দলসমূহ সরাসরি উপস্থিত থেকে তাদের প্রেজেন্টেশন উপস্থাপন করেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা ঋণ ও মূলধন বিশ্লেষণ, পোর্টফোলিও নির্মাণ, ঝুঁকি মূল্যায়ন, সামষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণে তাদের জ্ঞান ও সক্ষমতা প্রদর্শন করে।
চূড়ান্ত পর্বে, আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দল `Wolves of Mohammadpur Street’ ও `Sells Like Team Spirit’ যথাক্রমে চ্যাম্পিয়ন ও ১ম রানার-আপ এবং এফবিএস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দল `Pac-Man Defense‘ ২য় রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে।
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মোঃ মাহ্বুব-উল আলম। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের বিশ্লেষণী ও কৌশলগত দক্ষতার ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেনা কল্যাণ সংস্থা এর চেয়ারম্যান মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ, এইচএসবিসি বাংলাদেশের সিইও মো. মাহবুব উর রহমান, বিইউপির উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষকবৃন্দ, স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধি, প্রাক্তন শিক্ষার্থী, প্রতিযোগী দল এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।