কানাডায় বিসিসিবি ওমেনের ঈদ আড্ডা
কানাডা এর স্কারবোরো তে বিসিসিবি ওমেন এর পক্ষে আয়োজিত হয় ঈদ আড্ডা। এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তানিজা রেজা। সহযোগিতায় ছিলেন আফসানা জেরিন।
বিসিসিবি ওমেন এর সুন্দর এই আয়োজনে মূল ধারার সহযোগিতায় ছিলেন কো-ফাউন্ডার রিমন মাহমুদ এবং সায়মা হাসান।
আরও পড়ুন:
২৪ দিনে রেমিট্যান্স এল ১৪৯ কোটি ডলার
এই ঈদ আড্ডা অনুষ্ঠিত হয় স্কারবোরো এর রূপসী বাংলা রেস্টুরেন্ট এ। এই আড্ডা তে ভিন্নতা আনতে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল কানাডা তে বিভিন্ন পেশাজীবী আট নারীকে। চিকিৎসা ক্ষেত্র , স্থাপত্য , শিক্ষা ক্ষেত্র সহ বিভিন্ন চাকরি ক্ষেত্র নিয়ে কিছুক্ষন নারীদের কর্ম জীবনের অভিজ্ঞতা শেয়ার এবং অনুপ্রেরণা যোগান অতিথিরা !
এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল আসমা সুমির আবৃতি| এছাড়াও কিছু মজার টপিক নিয়ে কথা বলার সাথে থাকছে র্যাফেল ড্র।
এভাবে হাসি আনন্দ বিসিসিবি ওমেন প্লাটফর্ম এর কানাডা স্কারবোরো তে নারীদের সেতু বন্ধন তৈরি হয় একে ওপরের সাথে। অ্যাডমিন হিসেবে তানিজা রেজা সকল অংশগ্রহণকারীদের আন্তরিক ধন্যবাদ দিয়েছেন।